"জানিতাম যদি" গানটি একটি বাংলা গান। গানটির লিরিক্স খুবই অসাধারণ। গানটিতে কন্ঠ দিয়েছেন সামজ ভাই ও সরকার শিয়াম। গানটিতে সুর করেছেন সামজ ভাই। গানটি Samz Vai Official ইউটিউব চ্যানেলে ১৩ জানুয়ারি ২০২২ প্রকাশিত হয়।
"জানিতাম যদি" গানটির সম্পূর্ণ লিরিক্স
কেটে গেলো কত বর্ষা
তোমার সাথে হয় না ভেজা,
তুমি নেই তবু অভ্যাস এখনো
মাঝ রাতে তোমাকে খোজা।
দুজনে আছি দুই প্রান্তরে
দেয়াল হয়ে মাঝে দূরত্ব,
ভালবাসা যদি যায় হেরে তবে
কি হবে খুজে কার ভূল কতো।
জানিতাম যদি এমন হবে
জরাইতাম না এই অনুভবে,
কাদতে হতো না আর তোমার লাগি।
হিসেবের ভিড়ে হারিয়ে গেছি
তবু সবশেষে তোমাকেই চেয়েছি,
কি পাইলাম করলা দুঃখের ভাগি।
মনে কি পড়ে সেদিনের ও কথা
অকারণে তুমি চলে গেলে অযথা,
আমি তো ঠিক চেয়েছি ক্ষমা
নেই বুঝি প্রেম তোমার মনে জমা।
তাইতো আজ পারলে যেতে
জানিতাম যদি এমন হবে
জরাইতাম না এই অনুভবে,
কাদতে হতো না আর তোমার লাগি।
কি পাইলাম করলা দুঃখের ভাগি।
এখন তো সব আগের মত আছে,
শুধু নেই আজ আমার তুমি কাছে।
তোমায় ছাড়া দিব্যি বেচে আছি
জরুরি কি আর বলা ভালো আছি,
তোমায় ছাড়া থাকতে ভালো চেয়েছি কবে।
হিসেবের ভিড়ে হারিয়ে গেছি
তবু সবশেষে তোমাকেই চেয়েছি,
কি পাইলাম করলা দুঃখের ভাগি।
Post a Comment