বলিউড অভিনেত্রী আলিয়া ভাটেরর গডফাদারের নাম প্রকাশ করলেন বলিউড আরেক অভিনেত্রী ঐশ্বরিয়া
ভারতীয় এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী ঐশ্বরিয়া জানিয়েছেন, "আলিয়া একটার পর একটা ভালো কাজের সুযোগ পেয়েছেন। তাকে করন জোহর এই সুযোগটি করে দিয়েছেন। করন জোহরই আলিয়ার গডফাদার। এই কারণেই আলিয়ার প্রতিষ্ঠা পাওয়া সহজ ছিলো"।
মুম্বাইয়ের আরো একটি বিনোদন মাধ্যমকে এই সাবেক বিশ্বসুন্দরী জানিয়েছেন, "একজন অভিনেতা যখন জানতে পারেন তার জন্য সামনে অনেক ভালো কাজের সুযোগ অপেক্ষা করছে তখন তার কাছে সেটি খুবই আনন্দের হয়। আমি আলিয়াকে বলেছি এটি তার জন্য দারুণ ব্যপার। কারণ, তার ক্যারিয়ারের শুরু থেকেই করন জোহর তার পাশে আছেন এবং তাকে সুযোগ দিচ্ছেন"।
তবে আলিয়ার অনুরাগীরা ঐশ্বরিয়ার এমন মন্তব্য মানতে রাজি নন। আলিয়ার অনুরাগীদের মতে আলিয়া তার নিজের যোগ্যতায় তার অবস্থান গড়েছেন। তার জায়গায় অন্য কোনো তারকার সন্তান যদি সুযোগ পেত তাহলে তারা আলিয়ার অবস্থানে পৌঁছাতে পারতো কি না সেটি নিয়ে তার সন্দেহ প্রকাশ করেন। তারা মনে করেন যে আলিয়া সহজে সুযোগ পেলেও তিনি সেটাকে সহজভাবে না নিয়ে নিজেকে প্রমাণ করেছেন। তাছাড়া করন জোহর এত বোকা নন যে তিনি আলিয়াকে এমনি এমনি সুযোগ দিবেন। আলিয়ার সিনেমাগুলো ভালো ব্যবসা করেছে বলেই করন তাকে আরো কাজের সুযোগ দিয়েছেন।
তবে প্রায় দর্শকরা ঐশ্বরিয়ার মন্তব্যটি ফেলে দিচ্ছেন না। প্রশ্ন উঠেছে তবে কি বলিউডের স্বজনপোষণকেই ফের সামনে আনতে চাইছেন এই সুন্দরী অভিনেত্রী? কেননা এর আগেও এই বিষয়টি নিয়ে বেশ কয়েকবার চর্চা হয়েছে।
সূত্র - আনন্দবাজার
Post a Comment