Dur Arober Bhume (দূর আরবের ভূমে) Lyrics by Omar Abdullah & Abir Hasan
গজলের নাম - দূর আরবের ভূমে
কন্ঠশিল্পী - ওমর আবদুল্লাহ ও আবির হাসান
সুরকার - ওমর আবদুল্লাহ
গীতিকার - সিরাজাম মুনিরা
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "দূর আরবের ভূমে" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "দূর আরবের ভূমে" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী ওমর আবদুল্লাহ ও আবির হাসান। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন ওমর আবদুল্লাহ। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 13 May 2022 -তে প্রকাশিত হয়।
"দূর আরবের ভূমে" গজলের সম্পূর্ণ লিরিক্স
দূর আরবের ভূমে
এক এলো রাসুল নামে
করতে ধরার বুকে
আধার বিলীন।
আকাশের ঐ রবি
চাঁদ-সিঁতারা সবি
আনলো নামিয়ে জমিন
আনলো নামিয়ে জমিন।
দূর আরবের ভূমে
এক এলো রাসুল নামে
করতে ধরার বুকে
আধার বিলীন।
আকাশের ঐ রবি
চাঁদ-সিঁতারা সবি
আনলো নামিয়ে জামিন
আনলো নামিয়ে জামিন।
আমি দেখিনি তাহার মতো
সুন্দর বদনখানি
যে বদনে ঝরে জতি লাগে
হায় খুশবুদানি।
আমি দেখিনি তাহার মতো
সুন্দর বদনখানি
যে বদনে ঝরে জতি লাগে
হায় খুশবুদানি।
যে নামে দুরুদ পড়ে
সৃষ্টি কূল নিশিদিন।
আকাশের ঐ রবি
চাঁদ-সিঁতারা সবি
আনলো নামিয়ে জামিন
আনলো নামিয়ে জামিন।
তার আগমনে মরু
খুজে পেলো সজীবতা
জুলুম পাপে ভরা
দীল পেলো মানবতা।
তার আগমনে মরু
খুজে পেলো সজীবতা
জুলুম পাপে ভরা
দীল পেলো মানবতা।
যে নামের খুশবু মেখে
সাজাই জীবন প্রতিদিন।
আকাশের ঐ রবি
চাঁদ-সিঁতারা সবি
আনলো নামিয়ে জামিন
আনলো নামিয়ে জামিন।
দূর আরবের ভূমে
এক এলো রাসুল নামে
করতে ধরার বুকে
আধার বিলীন।
আকাশের ঐ রবি
চাঁদ-সিঁতারা সবি
আনলো নামিয়ে জামিন
আনলো নামিয়ে জামিন
আনলো নামিয়ে জামিন।
Post a Comment