Hridoy Majhe Mala Gathi (হৃদয় মাঝে মালা গাঁথি) Lyrics by Mahfuzul Alam & Tawhid Jamil
গজলের নাম - হৃদয় মাঝে মালা গাঁথি
কন্ঠশিল্পী - মাহফুজুল আলম ও তাওহিদ জামিল
সুরকার - তাওহিদ জামিল
গীতিকার - তাওহিদ জামিল
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "হৃদয় মাঝে মালা গাঁথি" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "হৃদয় মাঝে মালা গাঁথি" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী মাহফুজুল আলম ও তাওহিদ জামিল। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন তাওহিদ জামিল। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 7 February 2019 -তে প্রকাশিত হয়।
"হৃদয় মাঝে মালা গাঁথি" গজলের সম্পূর্ণ লিরিক্স
ইয়া রসূলাল্লহ রসূলাল্লহ নাবী ইয়াল্লহ
শাফি ইয়াল্লহ শাফি ইয়াল্লহ হাবীবাল্লহ।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।
তুমি যে প্রিয় নাবী
তুমি যে প্রিয় নাবী
তুমি যে ধ্যানের ছবি
তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।
প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার স্মায়রে
সর্বহারার কাব্য লিখি জড় দাক্ষরে
প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার স্মায়রে
সর্বহারার কাব্য লিখি জড় দাক্ষরে।
নাহিগো সুখের রবি
যা কিছু আধার সবি
নাহিগো সুখের রবি
যা কিছু আধার সবি
শ্রাবণ মেঘের মতো কাঁদি
তোমার স্মরণে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।
তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী
তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বুনি
তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী
তোমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বুনি।
দাওনা দেখা তুমি
হয়েছি ব্যকুল আমি
দাওনা দেখা তুমি
হয়েছি ব্যকুল আমি
তোমার প্রেমে জ্বলি সদা
দুঃখের দহনে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।
তুমি যে প্রিয় নাবী
তুমি যে প্রিয় নাবী
তুমি যে ধ্যানের ছবি
তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে।
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে।
Post a Comment