প্রিয় নবীর অবমাননার প্রতিবাদে নতুন গজল Kolijay Muhammad (কলিজায় মুহাম্মদ) Lyrics by Kalarab Shilpigosthi
গজলের নাম - কলিজায় মুহাম্মদ
কন্ঠশিল্পী - কলরব শিল্পীগোষ্ঠী
সুরকার - কলরব
গীতিকার - কলরব
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "কলিজায় মুহাম্মদ" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। গজলটি মূলত প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) অবমাননার প্রতিবাদে গজল। "কলিজায় মুহাম্মদ" গজলটি গেয়েছেন কলরবের শিল্পীগোষ্ঠী। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন কলরব। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 9 June 2022 -তে প্রকাশিত হয়।
"কলিজায় মুহাম্মদ" গজলের সম্পূর্ণ লিরিক্স
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়।
সেথায় তোরা কেউ দিস না আঘাত
সহ্য করার যে ক্ষমতা যে নাই।
প্রাণের চেয়ে রাসুল আপন
তার তরে পরি কাফন
প্রাণের চেয়ে রাসুল আপন
তার তরে পরি কাফন।
রাসুলের চেয়ে দামী হয় না
কিছু এই দুনিয়ায়।
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়।
যে নবীর আগমনের সংবাদে
কেঁপেছে জাহেলি সমাজ
হেদায়েত পেয়েছে লাখো গাফেল
পরেছে ঈমানের তাজ।
যে নবীর আগমনের সংবাদে
কেঁপেছে জাহেলি সমাজ
হেদায়েত পেয়েছে লাখো গাফেল
পরেছে ঈমানের তাজ।
ও নামে কি করে দিস অপবাদ
স্বার্থ বিহীন যে ছিল ধরায়।
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়।
ওরে জাহিল তুই দেখ ইতিহাস
দেখ কুরআনের বাণী
মানবতার প্রেমে কে ছিলো হায়
তার মত অগ্র ধনী।
ওরে জাহিল তুই দেখ ইতিহাস
দেখ কুরআনের বাণী
মানবতার প্রেমে কে ছিলো হায়
তার মত অগ্র ধনী।
সিরাতের পাঠে তুলো সিক্ত হবি
পড়ে যাবি রাসুলের মায়ায়।
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়।
মদিনার ফুল ফুটে আছে
কোটি মুমিনের কলিজায়।
Post a Comment