Moira Jamu (মইরা যামু) by Samz vai || Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Moira Jamu
Song's Vocalist - Samz vai
Song's Composer - Rohan Raj
Song's Lyricist - Rohan Raj
Song's Release Date - 16 June 2022
Song's Published on E-Sound Music Official Youtube Channel
"মইরা যামু" গানটির সম্পূর্ণ লিরিক্স
মইরা যামু বন্ধু আমি
তুমি থাইকো না আর চুপ
আমায় একটু চাইয়া দেখো
তোমায় ভালোবাসি খুব।
আমি আকাশ দেখি না বন্ধু
দেখতে তোমায় ইচ্ছা করে খুব
তোমার মায়া নদীর ঘোলা ঘোলা জলে
মরণ জেনেও দিতে রাজি ডুব।
আমি আকাশ দেখি না বন্ধু
দেখতে তোমায় ইচ্ছা করে খুব
তোমার মায়া নদীর ঘোলা ঘোলা জলে
মরণ জেনেও দিতে রাজি ডুব।
তুমি কার খুশিতে হাসো
কার নায়েতে ভাসো
মন মজাইলা দেইখা কার রুপ।
মইরা যামু বন্ধু আমি
তুমি থাইকো না আর চুপ
আমায় একটু চাইয়া দেখো
তোমায় ভালোবাসি খুব।
মইরা যামু বন্ধু আমি
তুমি থাইকো না আর চুপ
আমায় একটু চাইয়া দেখো
তোমায় ভালোবাসি খুব।
কত স্বপন দেখি আমি
তোমায় লইয়া
তুমি বন্ধু ঘুইরা বেড়াও
কারে মন মজাইয়া।
কত স্বপন দেখি আমি
তোমায় লইয়া
তুমি বন্ধু ঘুইরা বেড়াও
কারে মন মজাইয়া।
কত সুখ যে হইলো মাটি
পুরলে পিরিতি হয়রে খাঁটি
তাই তো বন্ধু আমি সদায়
তোমার পথেই হাঁটি।
তুমি কার খুশিতে হাসো
কার নায়েতে ভাসো
মন মজাইলা দেইখা কার রুপ।
মইরা যামু বন্ধু আমি
তুমি থাইকো না আর চুপ
আমায় একটু চাইয়া দেখো
তোমায় ভালোবাসি খুব।
মইরা যামু বন্ধু আমি
তুমি থাইকো না আর চুপ
আমায় একটু চাইয়া দেখো
তোমায় ভালোবাসি খুব।
ঝড়ের দিনের নদী
বৈঠা ছাড়া নাউ
আমি তোমায় ডাইকা মরি
ফিরা নাহি চাও।
ঝড়ের দিনের নদী
বৈঠা ছাড়া নাউ
আমি তোমায় ডাইকা মরি
ফিরা নাহি চাও।
কত সুখ যে হইলো মাটি
পুরলে পিরিতি হয়রে খাঁটি
তাই তো বন্ধু আমি সদায়
তোমার পথেই হাঁটি।
তুমি কার খুশিতে হাসো
কার নায়েতে ভাসো
মন মজাইলা দেইখা কার রুপ।
মইরা যামু বন্ধু আমি
তুমি থাইকো না আর চুপ
আমায় একটু চাইয়া দেখো
তোমায় ভালোবাসি খুব।
মইরা যামু বন্ধু আমি
তুমি থাইকো না আর চুপ
আমায় একটু চাইয়া দেখো
তোমায় ভালোবাসি খুব।
মইরা যামু বন্ধু আমি
তুমি থাইকো না আর চুপ
আমায় একটু চাইয়া দেখো
তোমায় ভালোবাসি খুব।
Post a Comment