Padma Setu Ahangkar (পদ্মা সেতু অহংকার) Lyrics by Milon & Nischup Bristy || Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Padma Setu Ahangkar
Song's Vocalist - Milon & Nischup Bristy
Song's Composer - Fidel Naim
Song's Lyricist - Sheikh Nazrul
Song's Release Date - 24 June 2022
Song's Published on HM Voice (Head Master Voice) Youtube Channel
"পদ্মা সেতু অহংকার" গানটির সম্পূর্ণ লিরিক্স
কত নামী-দামী সেতু আছে বিশ্বে
তবু পদ্মা সেতুই আজ সব শীর্ষে
সম্মানে নির্মাণে গৌরবে আয়োজনে।
জনতার স্বপ্ন ছিলো এতোদিন
জননেত্রী শেখ হাসিনার মনে
বাংলার বন্ধু শেখ হাসিনার মনে।
শত্রুরা বলতো কিছুতেই পারবে না
জননেত্রী জানতো কখনই হারবে না।
কি সুন্দর বন্ধনে বাধা দুই পাড়
নিশ্চয়ই বাঙালির গর্বের মনিহার
দূর হয়ে গেছে সব অলুক্ষণে।
নাড়া দিলে পড়ে যাবে
মুণ্ডু চায় নাকি পদ্মাসেতু।
তোমরা জানো নাকি? ও বীর বাঙালি
কি বলে ওরা বজ্জাতির কী হেতু।
চেয়ে দেখো কী বিশাল এই বাংলা
ভেবে দেখো কী বিপুল তার বিষ্ময়
একজন মানুষের দৃঢ়চেতা মনোবল।
জয় জয় জয় শেখ হাসিনার জয়
জয় জয় বাংলার জনতার জয়
আনন্দ অশ্রুভরা চোখের কোণে।
Post a Comment