প্রবাসীদের নিয়ে হৃদয়স্পর্শী গজল Probasir Ekla Ghor (প্রবাসীর একলা ঘর) by Abu Rayhan Full Song's Lyrics
গজলের নাম - প্রবাসীর একলা ঘর
কন্ঠশিল্পী - আবু রায়হান
সুরকার - মুহাম্মদ বদরুজ্জামান
গীতিকার - আতাউর রহমান আলহাদী
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "প্রবাসীর একলা ঘর" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। গজলটি মূলত প্রবাসীদের নিয়ে করা হয়েছে। "প্রবাসীর একলা ঘর" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী আবু রায়হান। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 30 April 2022 -তে প্রকাশিত হয়।
"প্রবাসীর একলা ঘর" গজলটির সম্পূর্ণ লিরিক্স
আজ প্রবাসে একলা ঘরে
পরছে মনে মাকে
বারে বারে দূর অতীতে
রই সারা মাই ডাকে
আজ প্রবাসে একলা ঘরে।
খেলার সাথী পাঠের সাথী
নেই এখানে কেউ
তীর হারা এই জীবন নদীর
কেউ দেখে না ঢেউ।
দুখের কথা মোর সুখের কথা
দুখের কথা মোর সুখের কথা
বলবো আমি কাকে।
আজ প্রবাসে একলা ঘরে
পরছে মনে মা কে
বারে বারে দূর অতীতে
রই সারা মাই ডাকে
আজ প্রবাসে একলা ঘরে।
হিমেল রাজু মিদল রানা
হয় না দেখা মন
শুনেছি নাম হয়েছে বিহিন
পাই নি ডলির সুখ।
আজো জানা হয়নি আমার
লিটন কোথায় থাকে
লিটন কোথায় থাকে।
ঈদের দিনে পাই না বিদায়
গুন গুনিয়ে কাদি
আমায় বিনে রইনি থেমে
প্রিয় জনের শাদি।
দূর থেকে তাই মোর আচল বেজায়
দূর থেকে তাই মোর আচল বেজায়
গন্দ আসে নাকে।
আজ প্রবাসে একলা ঘরে
পরছে মনে মাকে
বারে বারে দূর অতীতে
রই সারা মাই ডাকে
আজ প্রবাসে একলা ঘরে।
Post a Comment