A Kemon Pirite Bandhila (এ কেমন পিরিতে বান্ধিলা) Lyrics by Akash Mahmud & Mohua Muna | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - A Kemon Pirite Bandhila
Song's Vocalist - Akash Mahmud & Mohua Muna
Song's Composer - Akash Mahmud
Song's Lyricist - Jakir Master
Song's Release Date - 04 July 2022
Song's Published on Akash Dream Music Youtube Channel
"এ কেমন পিরিতে বান্ধিলা" গানের সম্পূর্ণ লিরিক্স
এ কেমন পিরিতে বান্ধিলা আমায়
শয়নে-স্বপনে দেখি যে তোমায়।
রাতের ঘুম কাইরা নিলা
এ কেমন জ্বালা দিলা
সারা বেলা মন তোমারে চাই।
থাইকো না আড়ালে
আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানাই।
থাইকো না আড়ালে
আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানাই।
মনে চাই সারাক্ষণ
রাখি কইরা আপন
খাইকো তুমি মনের আঙ্গিনায়।
লোভ আদর দেখাইয়ো না
আমারে ঠকাইয়ো না
ছাইড়া কভু যাইয়ো না আমায়।
কি যাদু করিয়া মোরে
টাই না নিলা বাহু ডোরে
সারা বেলা মন তোমারে চাই।
থাইকো না আড়ালে
আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানাই।
থাইকো না আড়ালে
আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানাই।
দিলাম উজার করে
মন প্রান তোমারে
থাকবো তোমার মনের জেলখানায়।
ব্যান্ধা মায়াজালে
যাইয়ো না গো ফেলে
প্রাণে বাঁচাও যে বড় দায়।
বান্ধিবো সুখের বাসা
পুরাবো মনের আসা
সুখের নীড় গড়বো নীরালাই।
থাইকো না আড়ালে
আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানাই।
থাইকো না আড়ালে
আইসা বুকে জড়ালে
পাড়ি দেবো দূর অজানাই।
Post a Comment