Ads:

Ajob Dhaka (আজব ঢাকা) Lyrics by Muhammad Badruzzaman Kalarab & Kalarab Shilpigosthi | Islamic New Gojol 2022

গজলের নাম - আজব ঢাকা
কন্ঠশিল্পী - মুহাম্মদ বদরুজ্জামান, ওমর আবদুল্লাহ, সালমান সাদি, আবির হাসান ও ইমরানুল ফারহান
সুরকার - মুহাম্মদ বদরুজ্জামান
গীতিকার - কাজী মারুফ

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "আজব ঢাকা" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। গজলটি মূলত বাংলাদেশের রাজধানী ঢাকাকে নিয়ে করা হয়েছে। "আজব ঢাকা" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী মুহাম্মদ বদরুজ্জামান, ওমর আবদুল্লাহ, সালমান সাদি, আবির হাসান ও ইমরানুল ফারহান। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 04 July 2022 -তে প্রকাশিত হয়।


"আজব ঢাকা" গজলের সম্পূর্ণ লিরিক্স

আজব শহর ঢাকায় যাইতে হলে
এটাই একমাত্র বাস উইঠা পড়েন।

ঢাকা শহর আজব শহর কি বলিব ভাই
সবখানেতে খোলাই আছে
ঢাকা তো আর নাই ঢাকা তো আর নাই।

ঢাকা শহর আজব শহর কি বলিব ভাই
সবখানেতে খোলাই আছে
ঢাকা তো আর নাই ঢাকা তো আর নাই।

যানবাহনের কালো ধোঁয়া
ইট-বালু আর সিমেন্ট খোয়া
যানবাহনের কালো ধোঁয়া
ইট-বালু আর সিমেন্ট খোয়া
চির সবুজ গাছপালায় আর
মাটি কোথায় পাই। 

সবখানেতে খোলাই আছে
ঢাকা তো আর নাই
সবখানেতে খোলাই আছে
ঢাকা তো আর নাই
সবখানেতে খোলাই আছে
ঢাকা তো আর নাই।

শব্দ দূষণ বায়ু দূষণ দূষণ পরিবেশ নিত্ত
সড়ক দুর্ঘটনায় হচ্ছে জীবন
শেষ হচ্ছে জীবন শেষ।

জ্যমের কথা বলতে গেলে
আগুন ধরে গায়
দুই কিলো পথ চলতে
দুই-চার ঘন্টা লেগে যায়।

নাই এখানে প্রেম-মমতা
গরীব-ধনীর নাই সমতা
নাই সেখানে প্রেম-মমতা
গরীব-ধনীর নাই সমতা
সার্থ নিয়ে কাড়াকাড়ি সদায় সর্বদায়।

সবখানেতে খোলাই আছে
ঢাকা তো আর নাই
সবখানেতে খোলাই আছে
ঢাকা তো আর নাই। 

সাহেব বেশে ঘুরে যেথায়
জনাব পকেট্মার
সুযোগ পেলে জলদি করে সঠিক ব্যবহার।

সাহেব বেশে ঘুরে যেথায়
জনাব পকেট্মার
সুযোগ পেলে জলদি করে সঠিক ব্যবহার।

ছলচাতুরী প্রতারণা চলছে সারাক্ষণ
ধোঁকাবাজের ধোঁকায় পড়ে বিষে ওঠে মন।

খুনি-শন্ত্রাসিদের হাতে
জিম্মি মানুষ দিনে রাতে
খুনি-শন্ত্রাসিদের হাতে
জিম্মি মানুষ দিনে রাতে
অশান্তির আগুনে সবে জ্বলে পুড়ে চাই।

সবখানেতে খোলাই আছে
ঢাকা তো আর নাই
সবখানেতে খোলাই আছে
ঢাকা তো আর নাই।

কারও আছে দালান-বাড়ি এয়ার কন্ডিশন
কোটি টাকার গাড়ি নিয়ে যে খুশি যখন।

পথের পাশে অনাহারে কাঁদে কত জন
কাছে এসে কেউ দেখে না কেন কি কারণ।

খায় যা কুকুর মানুষও তা
কাঁদছে আজই মানবতা
খায় কুকুর মানুষও তা
কাঁদছে আজই মানবতা
আসুন সবাই মিলেমিশে দৃশ্যটা বদলাই।

সবখানেতে খোলাই আছে
ঢাকা তো আর নাই
সবখানেতে খোলাই আছে
ঢাকা তো আর নাই।

সবখানেতে খোলাই আছে
ঢাকা তো আর নাই
সবখানেতে খোলাই আছে
ঢাকা তো আর নাই।

Post a Comment

Previous Post Next Post