Bish Makha Tir (বিষ মাখা তীর) Lyrics by Samz Vai | Bangla New Song 2022
"বিষ মাখা তীর" গানের সম্পূর্ণ লিরিক্স
বিষ মাখা তীর মারলে বুকে
লাগে না লাগে না
বুক পাজরে মারলে ছুড়ি
লাগে না লাগে না।
প্রেমের বিষে রক্তে মিশে
তোর প্রেমের বিষে রক্তে মিশে
আঘাত বুঝি নারে বন্ধু
ফুলের আঘাত দিও না।
সইতে পারবো নারে বন্ধু
সইতে পারবো না
সইতে পারবো নারে বন্ধু
সইতে পারবো না।
সইতে পারবো নারে বন্ধু
সইতে পারবো না
সইতে পারবো নারে বন্ধু
সইতে পারবো না।
এখন আমি দুঃখের সাথে
বেধেছি এক বাড়ি
সুখের সাথে হলো আমার
জনমেরও আড়ি।
এখন আমি দুঃখের সাথে
বেধেছি এক বাড়ি
সুখের সাথে হলো আমার
জনমেরও আড়ি।
তুই ভালোবাসার নামটি ধরে
তুই ভালোবাসার নামটি ধরে
আর ডাকিস না।
সইতে পারবো নারে বন্ধু
সইতে পারবো না
সইতে পারবো নারে বন্ধু
সইতে পারবো না।
সইতে পারবো নারে বন্ধু
সইতে পারবো না
সইতে পারবো নারে বন্ধু
সইতে পারবো না।
ভালোবেসে নাম নিয়েছি
তোরে কাজল পাখি
জানতাম কি আর এমন করে
দিবি আমায় ফাঁকি।
ভালোবেসে নাম নিয়েছি
তোরে কাজল পাখি
জানতাম কি আর এমন করে
দিবি আমায় ফাঁকি।
তুই মায়া ভরা চক্ষু দিয়া
তুই মায়া ভরা চক্ষু দিয়া
তীর মারিস না।
সইতে পারবো নারে বন্ধু
সইতে পারবো না
সইতে পারবো নারে বন্ধু
সইতে পারবো না।
সইতে পারবো নারে বন্ধু
সইতে পারবো না
সইতে পারবো নারে বন্ধু
সইতে পারবো না।
Post a Comment