Ads:


কলকাতার জনপ্রিয় উপস্থাপক এবং তারকা ব্যক্তিত্ব মীর আফসার আলীর সঙ্গে সময় কাটাতে চান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নানা কসরতে ব্যায়াম করার বেশ কিছু ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করে এমন ইচ্ছাটি প্রকাশ করেন।

এর মূল ঘটনাটি হলো অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নতুন করে জিমে ভর্তি হয়েছেন। সেটি আবার মীর যেখানে জিম করে নিয়মিত ঘাম ঝরান। জিমে ভর্তি হয়েই স্বস্তিকা প্রচুর ঘাম ঝরিয়েছেন। তারই কিছু ছবি তিনি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। 

স্বস্তিকা জিমে কী কী শরীরচর্চা করেছেন সেটির তালিকা দিয়েছেন। ইনস্টাগ্রামে সেই ছবিতে বলছে, স্বস্তিকা ‘স্টেপ আপস’, ‘বার্ড ডগস’ করেছেন। আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন "মীর ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে চলো একসঙ্গে সময় কাটাই"।

বেশ কয়েক দিন ধরেই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে মীর এবং স্বস্তিকাকে নিয়ে ফিসফাস চলছে। এই বিষয়ে প্রশ্ন করলে দুইজনেই বন্ধুত্বের কথা বলেন। স্বস্তিকার জিমে যাওয়ার নেপথ্যে কেবল মীর নন এর মধ্যে আরো অনেক কারণ রয়েছে। অর্জুন দত্তের পরবর্তী সিনেমা "শ্রীমতী"-তে স্বস্তিকাকে আটপৌরে গৃহবধূর চরিত্রে দেখা যাবে। স্বস্তিকা চিত্রনাট্য অনুযায়ী শরীর প্রস্তুত করতে তিনি জিমে যাচেছ।

Post a Comment

Previous Post Next Post