Ads:


বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক নাটক "ব্যাচেলর পয়েন্ট"। পরিচালক কাজল আরেফিন অমির পরিচালিত ধারাবাহিক নাটকটিতে কাবিলা, শুভ, হাবু ভাই, পাশা ভাই নামের চরিত্রগুলো দর্শকদের কাছে প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছে।

এবারের রমজানের ঈদে "ব্যাচেলর'স রমজান" নাটক প্রচার হয়েছিলো। নাটকটিতে কাবিলা, শুভ, পাশা,হাবু ভাইদের রমজানের নানা কর্মকাণ্ড তুলে ধরা হয়েছিলো। রোজার সময় তারা কী করেন, তাদের মধ্যে কে কে রোজা রাখেন, কে কে লুকিয়ে খাবার খায়, কে কে নামাজ পড়েন আর কে কে নামাজ ফাঁকি দেয় এসব চিত্র দর্শককে বিনোদিত করেছিলো। তারই ধারাবাহিকতায় এবার কোরবানি ঈদের জন্য নির্মিত হচ্ছে "ব্যাচেলর'স কোরবানি"।

নাটকটির পোস্টার রিলিজ দিলেও এতোদিন ধরে দর্শকেরা অপেক্ষায় ছিলো নাটকটি কেমন হতে যাচ্ছে। তাই নাটকটির নির্মাতা অমি ভক্তদের জন্য ট্রেলার প্রকাশ করলেন । ৪ জুলাই (সোমবার) সামাজিক যোগাযোগমাধ্য ও ইউটিউবে নাটকটির ট্রেলার প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেছেন, "দেখবেন একদম ঈদের দিন রাত ৯টায়"।

৬ জুন (সোমবার) নির্মাতা কাজল আরেফিন অমি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে সেই সুখবরটি জানিয়েছেন। নির্মাতা কাজল আরেফিন অমি লিখেছেন, "ব্যাচেলরস কোরবানি, আসছে"।

তখন তার মোবাইলে ধারণ করা শুটিংয়ের সেই ভিডিওতে দেখা গিয়েছিলো। কোরবানির হাটে গিয়ে গরুর দৌড়ানি খেয়েছেন "ব্যাচেলর পয়েন্ট" এর জনপ্রিয় তারকারা। দৌড়ানি খেয়ে দৌড়াতে গিয়ে হাবু ভাই মাটিতে লুটিয়ে পড়েছেন।

বরাবরের মতো এবারো "ব্যাচেলর'স কোরবানি" তে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, মারজুক রাসেল ও শিমুল শর্মা প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post