Ads:

Elo Eidul Azha (এলো ঈদুল আযহা) Lyrics by Abu Rayhan, Husain Adnan Kalarab & Kalarab Shilpigosthi | Islamic New Gojol 2022

গজলের নাম - এলো ঈদুল আযহা
কন্ঠশিল্পী - আবু রায়হান, হোসেন আদনান কলরব ও কলরব শিল্পীগোষ্ঠী
সুরকার - আবদুল্লাহ আল মুজাহিদ
গীতিকার - মোঃ জাহিদুল ইসলাম ও আবদুল্লাহ আল মুজাহিদ

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "এলো ঈদুল আযহা" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। গজলটি মূলত আসন্ন ঈদ-উল-আযহা কোরবানি নিয়ে করা হয়েছে। "এলো ঈদুল আযহা" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী আবু রায়হান, হোসেন আদনান কলরব ও কলরব শিল্পীগোষ্ঠী। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন আবদুল্লাহ আল মুজাহিদ। গজলটি ইউটিউব চ্যানেল Tarana -এ 06 July 2022 -তে প্রকাশিত হয়।


"এলো ঈদুল আযহা" গজলের সম্পূর্ণ লিরিক্স

আকাশে উঠেছে ঐ ঈদের বাঁকা চাঁদ
জমিনে হলো যে তাই খুশিরও আবাশ
আকাশে উঠেছে ঐ ঈদের বাঁকা চাঁদ
জমিনে হলো যে তাই খুশিরও আবাশ।

মুমিনের দুঃখ যত হলো অবসান
বছর ঘুরে আবার এলো রে কুরবান।

প্রেমও ময় হলো আজই মন আজ রাখবো বাজি
ভেদা-ভেদ ভুলে যে তাই সবাই একাকার।

ঈদ-উল-আযহা এলো আবার
তোমায় সালাম জানাই বারো হাজার
ঈদ-উল-আযহা এলো আবার
তোমায় সালাম জানাই বলো হাজার।

আসমান থেকে আজ নামলো রহমধারা
ঈদের আমেজেতে মন খুশিতে মাতোয়ারা
মুমিন আপন সব পর নেই কেউ আজ
এতিম অসহায় আজ সাজবে কত সাজ।

আসমান থেকে আজ নামলো রহমধারা
ঈদের আমেজেতে মন খুশিতে মাতোয়ারা
মুমিন আপন সব পর নেই কেউ আজ
এতিম অসহায় আজ সাজবে কত সাজ।

ভালোবাসার টানে বলে যায় এই গানে
ভালোবাসার টানে বলে যায় এই গানে
ভেদা-ভেদ ভুলে যে তাই সবাই একাকার।

ঈদ-উল-আযহা এলো আবার
তোমায় সালাম জানাই বলো হাজার
ঈদ-উল-আযহা এলো আবার
তোমায় সালাম জানাই বারো হাজার।

কুরবানি দিবো আজই মনের পশুকে
খুশি হবেন আল্লাহ তায়ালা বলছি তোমাকে
তালবিয়া মুখে সবাই এক কাতারে
প্রভুর অশেষ ক্ষমার ফিকিরে। 

কুরবানি দিবো আজই মনের পশুকে
খুশি হবেন আল্লাহ তায়ালা বলছি তোমাকে
তালবিয়া মুখে সবাই এক কাতারে
প্রভুর অশেষ ক্ষমার ফিকিরে।

প্রেমও ময় হলো আজই মন আজ রাখবো বাজি 
ভেদা-ভেদ ভুলে যে তাই সবাই একাকার
সবাই একাকার।

ঈদ-উল-আযহা এলো আবার
তোমায় সালাম জানাই বলো হাজার
ঈদ-উল-আযহা এলো আবার
তোমায় সালাম জানাই বলো হাজার।

আকাশে উঠেছে ঐ ঈদের বাঁকা চাঁদ
জমিনে হলো যে তাই খুশিরও আবাশ
আকাশে উঠেছে ঐ ঈদের বাঁকা চাঁদ
জমিনে হলো যে তাই খুশিরও আবাশ।

মুমিনের দুঃখ যত হলো অবসান
বছর ঘুরে আবার এলো রে কুরবান।

প্রেমও ময় হলো আজই মন আজ রাখবো বাজি
ভেদা-ভেদ ভুলে যে তাই সবাই একাকার
সবাই একাকার।

ঈদ-উল-আযহা এলো আবার
তোমায় সালাম জানাই বলো হাজার
ঈদ-উল-আযহা এলো আবার
তোমায় সালাম জানাই বলো হাজার।

Post a Comment

Previous Post Next Post