Hridoyer Prem (হৃদয়ের প্রেম) Lyrics by Abu Taher & Shafin Ahmad Kalarab | Islamic New Gojol 2022
গজলের নাম - হৃদয়ের প্রেম
কন্ঠশিল্পী - আবু তাহের ও শাফিন আহমদ
সুরকার - ফুরকান উদ্দিন ফারহান
গীতিকার - ফুরকান উদ্দিন ফারহান
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "হৃদয়ের প্রেম" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "হৃদয়ের প্রেম" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী আবু তাহের ও শাফিন আহমদ। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন ফুরকান উদ্দিন ফারহান। গজলটি ইউটিউব চ্যানেল Tarana -এ 03 July 2022 -তে প্রকাশিত হয়।
"হৃদয়ের প্রেম" গজলের সম্পূর্ণ লিরিক্স
হৃদয়ে প্রেম জেগেছে
তোমায় নিয়ে মাদিনা ওয়ালা
হৃদয়ে প্রেম জেগেছে
তোমায় নিয়ে মাদিনা ওয়ালা।
হৃদয়ে প্রেম জেগেছে
তোমায় নিয়ে মাদিনা ওয়ালা
হৃদয়ে প্রেম জেগেছে
তোমায় নিয়ে মাদিনা ওয়ালা।
আমি দুরুদ পড়ে
নাত গেয়ে যায় ছন্দ মালা
আমি দুরুদ পড়ে
নাত গেয়ে যায় ছন্দ মালা।
হৃদয়ে প্রেম জেগেছে
তোমায় নিয়ে মাদিনা ওয়ালা
হৃদয়ে প্রেম জেগেছে
তোমায় নিয়ে মাদিনা ওয়ালা।
দু'চোখে ঘুম আসেনা সেই বাসনায়
আসবে কবে সেই পথে তাকিয়ে থাকি।
তুমি তো তাও আসো না
বুঝেও কি বুঝ না
কেন দাও আমার মন ফাঁকি।
কবে আমায় পান করাবে
দিদার পেয়ালা
কবে আমায় পান করাবে
দিদার পেয়ালা।
হৃদয়ে প্রেম জেগেছে
তোমায় নিয়ে মাদিনা ওয়ালা
হৃদয়ে প্রেম জেগেছে
তোমায় নিয়ে মাদিনা ওয়ালা।
দিলতো কিছু বোঝে না
মন তো কিছু মানবে না
কতটা মজনু আমি
একবার এসে দেখো না।
দিলতো কিছু বোঝে না
মন তো কিছু মানবে না
কতটা মজনু আমি
একবার সে দেখো না।
তোমার প্রেমে পাগল
এই মন হয় যে উতলা
তোমার প্রেমে পাগল
এই মন হয় যে উতলা।
হৃদয়ে প্রেম জেগেছে
তোমায় নিয়ে মাদিনা ওয়ালা
হৃদয়ে প্রেম জেগেছে
তোমায় নিয়ে মাদিনা ওয়ালা।
হৃদয়ে প্রেম জেগেছে
তোমায় নিয়ে মাদিনা ওয়ালা
হৃদয়ে প্রেম জেগেছে
তোমায় নিয়ে মাদিনা ওয়ালা।
Post a Comment