Ads:

Premer Nesha Boro Nesha (প্রেমের নেশা বড় নেশা) Lyrics by Gogon Sakib | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Premer Nesha Boro Nesha
Song's Vocalist - Gogon Sakib
Song's Composer - AH Turjo
Song's Lyricist - Jashim Uddin Akash
Song's Release Date - 28 July 2022
Song's Published on BD29 Multimedia Youtube Channel


"প্রেমের নেশা বড় নেশা" গানের সম্পূর্ণ লিরিক্স

প্রেমের নেশা বড় নেশা
জীবন আমার বেহাল দশা,
তোরে ছাড়া আমি পাগল
আমার জন্য পাগল হইলি না।

নেশার আগুন জ্বলে বুকে
জল দিলে তো নিভে না,
সুখের আশায় করলাম পিরিত
সুখ তো আমি পাইলাম না।

আমি ছিলাম ছেলে বোকা
তাই তো তুই দিলি ধোকা,
নেশায় নেশায় হয়ছি পাগল
আপন কইরা কাছে পাইলাম না।

নেশার আগুন জ্বলে বুকে
জল দিলে তো নিভে না,
সুখের আশায় করলাম পিরিত
সুখ তো আমি পাইলাম না। 

একা একা যায় না থাকা
জীবন আমার হইলো ফাকা,
আজ বেইমান তোর নেশায়
এখন আমার ঘুম যে আসে না।

নেশার আগুন জ্বলে বুকে
জল দিলে তো নিভে না,
সুখের আশায় করলাম পিরিত
সুখ তো আমি পাইলাম না।

Post a Comment

Previous Post Next Post