Antal Mawla (আনতাল মাওলা) Lyrics by Abu Rayhan Kalarab | Bangla New Gojol 2022
গজলের নাম - আনতাল মাওলা
কন্ঠশিল্পী - আবু রায়হান
সুরকার - এইচ আহমেদ
গীতিকার - তারেক আল মাহদী
বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "আনতাল মাওলা" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "আনতাল মাওলা" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী আবু রায়হান। তাদের অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন এইচ আহমেদ। গজলটি ইউটিউব চ্যানেল Abu Rayhan -এ 01 August 2022 -তে প্রকাশিত হয়।
"আনতাল মাওলা" গজলের সম্পূর্ণ লিরিক্স
আ… আ… আ… আ…
হৃদয়ের ডালে ডালে পাপের বাসা
আবিলতা ঘেরা চারপাশ
নফসের রোগব্যাধি ভয়াল রূপে
করে যায় আঁধারের চাষ।
হৃদয়ের ডালে ডালে পাপের বাসা
আবিলতা ঘেরা চারপাশ
নফসের রোগব্যাধি ভয়াল রূপে
করে যায় আঁধারের চাষ।
গুনাহর ক্ষত যত করে দাও সাফ
রাঙাও এ হৃদয়ের তীর…
আনতাল মাওলা আনতাল বাছির
নিমাল মাওলা নিমান নাছির
আনতাল মাওলা আনতাল বাছির
নিমাল মাওলা নিমান নাছির।
গুনাহের বোঝা বয়ে চলি দিনরাত
চাই প্রভু তব হিদায়াত
তুমি ছাড়া কে দেখাবে সরল সিরাত
নূর মাখা সোনালি প্রভাত।
নসীব করো মোরে শীতল আবাস
অসীম প্রেমের ছায়ানীড়...।
আনতাল মাওলা আনতাল বাছির
নিমাল মাওলা নিমান নাছির
আনতাল মাওলা আনতাল বাছির
নিমাল মাওলা নিমান নাছির।
তোমার কৃপায় বাঁচি ফিরে পাই প্রাণ
ঘুরিফিরি নিখিল এ ধরায়
খুঁজে পাই হে প্রভু মহীমা তোমার
আকাশের বিশালতায়।
করতে শোকর সেই অশেষ নিয়ামার
করতে শোকর সেই অশেষ নিয়ামার
সিজদাতে অবনত শির…।
আনতাল মাওলা আনতাল বাছির
নিমাল মাওলা নিমান নাছির
আনতাল মাওলা আনতাল বাছির
নিমাল মাওলা নিমান নাছির।
আনতাল মাওলা আনতাল বাছির
নিমাল মাওলা নিমান নাছির।
Post a Comment