Ek Mukhe Dui Joban (এক মুখে দুই জবান) Lyrics by Akash Mahmud | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Ek Mukhe Dui Joban
Song's Vocalist - Akash Mahmud
Song's Composer - Akash Mahmud
Song's Lyricist - R.A. Ashraful
Song's Release Date - 09 July 2022
Song's Published on Resha Multimedia Youtube Channel
"এক মুখে দুই জবান" গানের সম্পূর্ণ লিরিক্স
প্রেম করা আর জিন্দা মরা
আমি বলি সমান
তোমার সাথে কইরা পিরিত
পাইছি গো তার প্রমাণ।
প্রেম করা আর জিন্দা মরা
আমি বলি সমান
তোমার সাথে কইরা পিরিত
পাইছি গো তার প্রমাণ।
কেমন করে কেমন করে পারলা দিতে
এক মুখে দুই জবান বন্ধু রে
আরে... কেমন করে পারলা দিতে
এক মুখে দুই জবান বন্ধু রে।
সাদা মনে আমি তোমায়
বাইসা ছিলাম ভালো
সুখের স্বপন দেখাইয়া হায়
কাইরা নিলা আলো।
ও... সাদা মনে আমি তোমায়
বাইসা ছিলাম ভালো
সুখের স্বপন দেখাইয়া হায়
কাইরা নিলা আলো।
মুখে মুখেই রাখছো আমায়
দাওনি তো মনো প্রাণ
মুখে মুখেই রাখছো আমায়
দাওনি তো মনো প্রাণ।
কেমন করে কেমন করে পারলা দিতে
এক মুখে দুই জবান বন্ধু রে
আরে... কেমন করে পারলা দিতে
এক মুখে দুই জবান বন্ধু রে।
আমার সাথে করলা শপথ
থাকবা জনম ভরে
বদলে গেছো স্বার্থ লোভে
আমারে পর করে।
ও... আমার সাথে করলা শপথ
থাকবা জনম ভরে
বদলে গেছো স্বার্থ লোভে
আমারে পর করে।
ভালোবাসা বিশ্ব পায়ে
রাখোনি তার মান
ভালোবাসা বিশ্ব পায়ে
রাখোনি তার মান।
কেমন করে কেমন করে পারলা দিতে
এক মুখে দুই জবান বন্ধু রে
আরে... কেমন করে পারলা দিতে
এক মুখে দুই জবান বন্ধু রে।
Post a Comment