Ads:

Kolkata Rap (কোলকাতা র‍্যাপ) Lyrics by EPR Iyer & Porshia Sen | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Kolkata Rap
Song's Vocalist - EPR Iyer and Porshia Sen
Song's Composer - Souptik Mazumder
Song's Lyricist - Pavel
Song's Release Date - 26 August 2022
Song's Published on Times Music Bangla Youtube Channel

This song is a song of Bengali Movie
Name of the Movie - Kolkata Chalantika
Starring - Saurav Das and Ishaa Saha
Director - Pavel
Release Date - 2022
Language - Bengali
Country - India

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "কোলকাতা র‍্যাপ" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "কোলকাতা র‍্যাপ" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী ইপিআর আইয়ার। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন সৌপ্তিক মজুমদার এবং গানটির কথা লিখেছেন পাভেল। গানটি ইউটিউব চ্যানেল Times Music Bangla -এ 26 August 2022 -তে প্রকাশিত হয়।


"কোলকাতা র‍্যাপ" গানের সম্পূর্ণ লিরিক্স

আছে ঘুমিয়ে শহর আমার
মাইকেলের কবরে গেছে অনিতা দেওয়ান
নেই টাটকা খবরে
সব খবরই শেষমেষ হয়ে যায় ঠোঙা
ব্যালটে বুলেটে ভোটেতে দেখিযে পোদে দেয় চোঙা
ব্রিজ ভেঙে যে পড়ে, মরে দেশে আমার চাষী
তাও ভারত মহান বাংলাকে ভালোবাসি।

শহরে সকালে চায়ের দোকানে বিপ্লব
রাজনৈতিক তর্ক Little Mag অসম্ভব
গালে হাত
সুকান্ত দুরন্ত জীবন্ত ছুটন্ত ফুটন্ত উড়ন্ত যৌবন
ঝুলন্ত মরন্ত পড়ন্ত নিভন্ত জীবন আমার
হায় অনন্ত বাঁশবন।

চাকরি নেই ঘুম নেই
চাকরি নেই ঘুম নেই
ও হেঁটে মরে অনাহারে
ও অনাহারে হেঁটে মরে।

ছাঁইচাপা আগুনপোড়া শহরেতে গন্ধ
Mask-এ মুখ ঢাকা দেখ মন দমবন্ধ
সবকিছু খোলা তাও School গুলো বন্ধ
তোমার মাথা বন্ধ তুমি কি অন্ধ?

মস্তিতে আছে সবাই আলশেমি ছন্দ
বোধ হবে খলখলে যার মাথা বন্ধ
সবকিছু খোলা তাও School গুলো বন্ধ
তোমার মাথা বন্ধ তুমি কি অন্ধ?
তোমার মাথা বন্ধ? তুমি কি অন্ধ?

হারহাবাতে হ্যাংলা গোটা দেশ বা বাংলা
মানুষ বড় একলা ছুটছে পেটের দায়
হায় রে হায় রে হায় ভাই রে ভাই রে ভাই
মন মরে যায় বুক ফেটে যায়।

ওই ছেলেমেয়ে গুলোকে মেরে দিল বরানগরে
ভুলে গেলে ইতিহাস তোমরা কি সকলে?
চিতা জ্বলেনি মাটি পায়নি ওদের কবর
রাতে ওরাই পাহারা দেয় তোমার আমার শহর
পিঠে Oxygen ওরা Hurricane ছুটে চলেছে
আমরা ভয় পাই বৃথা ডরাই বন্দি ঘরেতে
জামা ঘুড়িয়ে বুক চিতিয়ে গলিতে মোরেতে
বিদ্রোহ নীল বাড়ি নকশাল আজও
ভাবা Practice করেছি নেতারা একটু ভাবুক
বলে গেছে সারসত্যি Chomsky Chaplin Pamuk
হয়ে হক সে বাঁচি নইলে হবে আমি শামুক
টুটি চেপে ধর তবে ফেটে যাবে ফানুস।

Post a Comment

Previous Post Next Post