Adhunik Shahor (আধুনিক শহর) Lyrics by SI Tutul | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Adhunik Shahor
Song's Vocalist - SI Tutul
Song's Composer - Rezwan Sheikh
Song's Lyricist - Sheikh Nazrul
Song's Release Date - 13 September 2022
Song's Published on HM Voice Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "আধুনিক শহর" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "আধুনিক শহর" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী এসআই টুটুল। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন রেজওয়ান শেখ এবং গানটির কথা লিখেছেন শেখ নজরুল। গানটি ইউটিউব চ্যানেল HM Voice -এ 13 September 2022 -তে প্রকাশিত হয়।
"আধুনিক শহর" গানের সম্পূর্ণ লিরিক্স
আধুনিক শহরের আমি একদম অচল মানুষ
যার তিন তিনবার বেহুশে একবার ফেরে হুশ
ঘাড়টা ধরে তার পারবে কি দিতে এক ধাক্কা
একটা আসন কিন্তু মিলে যাবে ঠিক ঠিক পাক্কা
চোখ বন্ধ করেও মিলে যাবে সাতবিঘা করিদর
এই না হলে কান মলে দেবে আধুনিক শহর।
আমি ন্যাকা পায়ে দিতে চাই একটা ভোঁ দৌঁড়
নিজেকে এতো থাপড়াই তবু ফিরলো না ঘোর
জানি না কেনো পড়ে আছি কেনো কাঁদি হাসি
নিদারুণ সভ্য যখন পোড়াচ্ছে সব রাঙাভোর
এই না হলে কান মলে দেবে আধুনিক শহর।
তোমরা আমার জন্য সাজাও একটু অন্ধকার
চালাকির পা টিপে টিপে আমি হাঁটবো না আর
আমার অন্ধ চোখে থামুক যতো দেখার কারবার
নির্ঘুম চোখে বলবো না চেঁচিয়ে এই আমি কার
তোমাদের নামে লিখে নাও আমার ঘর-দোর
এই না হলে কান মলে দেবে আধুনিক শহর।
তোমরা আমার জন্য রেখে দাও সব চিৎকার
বুঝি না মাথার ওপরে কেনো উঠে গেছে ঘাড়
আমার তৃষ্ণার জলে এবার মিশিয়ে দাও বিষ
জানতে চেয়ো না কেনো ভুলেেছি দোয়েলের শিস
সে কী আমি যার ছিলো এক ডালিম ফুলের ভোর
যার সবকথা হচ্ছে সেলাই এ ফোঁড় ও ফোঁড়
তোমাদের নামে লিখে নাও আমার ঘর-দোর
এই না হলে কান মলে দেবে আধুনিক শহর।
Post a Comment