Durasha (দূরাশা) Lyrics by Ahmed Zaki | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Durasha
Song's Vocalist - Ahmed Zaki
Song's Composer - Ahmed Zaki
Song's Lyricist - Ahmed Zaki
Song's Release Date - 01 September 2022
Song's Published on Blue Touch Band Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "দূরাশা" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "দূরাশা" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী আহমেদ জাকি। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন আহমেদ জাকি এবং গানটির কথা লিখেছেন আহমেদ জাকি। গানটি ইউটিউব চ্যানেল Blue Touch Band -এ 01 September 2022 -তে প্রকাশিত হয়।
"দূরাশা" গানের সম্পূর্ণ লিরিক্স
আমাদের আবার হবে দেখা
মোড়ের মাথায় দাঁড়িয়ো একা
ফুল হাতে ভুল গুলো
বলো আমায় দুরাশা।
সহজ যে পথ
তুমি করেছিলে রোধ
সে পথে হাঁটতে বলো না
রেখো এ অনুরোধ।
শুধু আক্ষেপের সুরে শুনো...
আমার আর ভালটা দেখা হলো না
আমার শেষমেশ
প্রিয় বলে কিছু থাকলো না।
এভাবেও হেরে যেতে
চাই নি ভালবাসা
বিষাদের ঘরে কোনঠাসা হয়ে
কত ভাবে বাঁচার চেষ্টা।
আমাকে ভেবে নিও
নিছক কিছু রুপকথা
তোমার সব ভুল ভেবে
কেঁদোনা তুমি দূরাশা।
শুধু আক্ষেপের সুরে শুনো...
আমার আর ভালটা দেখা হলো না
আমার শেষমেশ
প্রিয় বলে কিছু থাকলো না।
Post a Comment