Ads:

Sedin Dujone (সেদিন দুজনে) Lyrics by Rishi Panda | Bangla New Song 2022

Song's Informations
Name of the Song - Sedin Dujone
Song's Vocalist - Rishi Panda
Song's Composer - Rabindra Nath Tagore
Song's Lyricist - Rabindra Nath Tagore
Song's Release Date - 17 September 2022
Song's Published on Rishi Panda Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "সেদিন দুজনে" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "সেদিন দুজনে" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী ঋষি পান্ডা। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং গানটির কথা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গানটি ইউটিউব চ্যানেল Rishi Panda -এ 17 September 2022 -তে প্রকাশিত হয়।


"সেদিন দুজনে" গানের সম্পূর্ণ লিরিক্স

সেদিন দুজনে দুলে ছিনু বনে
ফুল ডোরে বাঁধা ঝুলনা
সেদিন দুজনে দুলে ছিনু বনে
ফুল ডোরে বাঁধা ঝুলনা।

সেই স্মৃতিটুকু কভু খনে খনে
যেন জাগে মনে
ভুলো না ভুলো না ভুলো না...

সেদিন দুজনে দুলে ছিনু বনে
ফুল ডোরে বাঁধা ঝুলনা।

সেদিন  বাতাসে ছিল তুমি জানো
আমারি মনের প্রলাপ জড়ানো
সেদিন বাতাসে ছিল তুমি জানো
আমারি মনের প্রলাপ জড়ানো।

আকাশে আকাশে আছিল ছড়ানো
তোমার হাসির তুলনা
ভুলো না ভুলো না ভুলো না...

সেদিন দুজনে দুলে ছিনু বনে
ফুল ডোরে বাঁধা ঝুলনা।

যেতে যেতে পথে পূর্ণিমা-রাতে
চাঁদ উঠেছিল গগনে
দেখা হয়েছিল তোমাতে আমাতে
কী জানি কী মহা লগনে চাঁদ উঠেছিল গগনে।

এখন আমার বেলা নাহি আর বহিব
একাকী  বিরহের ভার
এখন আমার বেলা নাহি আর বহিব
একাকী বিরহের ভার।

বাঁধিনু যে রাখী পরানে তোমার
সে রাখী খুলো না খুলো না
ভুলো না ভুলো না ভুলো না...

সেদিন দুজনে দুলে ছিনু বনে
ফুল ডোরে বাঁধা ঝুলনা
সেই স্মৃতিটুকু কভু খনে খনে যেন জাগে মনে
ভুলো না ভুলো না ভুলো না...

সেদিন দুজনে দুলে ছিনু বনে
ফুল ডোরে বাঁধা ঝুলনা
সেদিন দু'জনে দুলে ছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা।

Post a Comment

Previous Post Next Post