Tol Pora Gale (টোল পড়া গালে) Lyrics by Mezba Bappy | Bangla New Song 2022
Song's Informations
Name of the Song - Tol Pora Gale
Song's Vocalist - Mezba Bappy
Song's Composer - Shovon Roy
Song's Lyricist - Prosenjit Ojha
Song's Release Date - 12 September 2022
Song's Published on Protune Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "টোল পড়া গালে" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "টোল পড়া গালে" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী মেজবা বাপ্পি। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন শোভন রায় এবং গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা। গানটি ইউটিউব চ্যানেল Protune -এ 12 September 2022 -তে প্রকাশিত হয়।
"টোল পড়া গালে" গানের সম্পূর্ণ লিরিক্স
তোমার টোলপড়া গালে
যেন হাওয়া লাগছে ঐ পালে
আর ইচ্ছের নৌকা
আমি যাচ্ছি বেয়ে।
তোমার চোখে নাকে মুখে
আমি রঙ মাখাচ্ছি
কি যে সুখে আর ফ্যালফ্যালিয়ে
দেখছি কেমন তোমায় চেয়ে।
তুমি আশে পাশে থাকো
আমায় একটু কাছে রাখো
তোমার নামের সাথে
লিখবো আমার নাম।
ভালোবাসার কিছু মুহূর্ত
তোমার কাছে চেয়ে নিলাম
তোমার রেশমি চুলে গন্ধ মাখায় ফুলে
আমি বিভোর থাকি তোমার অবয়বে।
তোমার কথার ফুলঝুরি
আমার সময় করে চুরি
তুমি থাকো মিশে আমার অনুভবে।
তোমার কথার ফুলঝুরি
আমার সময় করে চুরি
তুমি থাকো মিশে আমার অনুভবে।
রাতের দুয়ার খুলে
তুমি থাকো ঝুলে
বুনো স্বপ্ন হয়ে আমার ঘর জুড়ে।
সুখের ছবি আমি আঁকি
যে যা বলুক সবই ফাঁকি
ভালোবাসবো না হয় তোমায় হৃদয় খুড়ে।
সুখের ছবি আমি আঁকি
যে যা বলুক সবই ফাঁকি
ভালোবাসবো না হয় তোমায় হৃদয় খুড়ে।
Post a Comment