Ads:

Shadhinota Dao (স্বাধীনতা দাও) Lyrics by Sayed Ahmad | Bangla Islamic Song 2022

Gojol's Informations
Name of the Gojol - Shadhinota Dao
Gojol's Vocalist - Sayed Ahmad
Gojol's Composer - Sayed Ahmad
Gojol's Lyricist - Munirul Islam
Gojol's Release Date - 29 September 2022
Gojol's Published on Holy Tune Youtube Channel

বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "স্বাধীনতা দাও" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "স্বাধীনতা দাও" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী সৈয়দ আহমেদ। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন সৈয়দ আহমেদ এবং গজলটির কথা লিখেছেন মুনিরুল ইসলাম। গজলটি ইউটিউব চ্যানেল Holy Tune -এ 29 September 2022 -তে প্রকাশিত হয়।


"স্বাধীনতা দাও" গজলের সম্পূর্ণ লিরিক্স

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও।

যেদিন কালোর প্রতিবাদ করার স্বাধীনতা দেবে
সেদিন আলোর স্বাধীনতা পেয়ে হাসবে পৃথিবীটাও।

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও।

সেদিন এ দেশ খুঁজে পাবে উন্নয়নের সিড়ি
সেদিন থেকে ভীন দেশ করবে না আর দাদাগিরি
সেদিন এ দেশ খুঁজে পাবে উন্নয়নের সিড়ি
সেদিন থেকে ভীন দেশ করবে না আর দাদাগিরি
দেশের দামি সম্পাদে ভীরবে এই নৌ।

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও।

বিচারের অভাবে কখনো কাঁদবে না কোন বাবা
বঞ্চিত হয়ে মানুষের আর ভাঙবে না রিদয় কাবা
বিচারের অভাবে কখনো কাঁদবে না কোন বাবা
বঞ্চিত হয়ে মানুষের আর ভাঙবে না রিদয় কাবা।

ও ইজ্জত হারিয়ে কোন দিন ফিরবে না বন নৌ...

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও।

স্বাধীনতা তুমি আসবে সেদিন যতই থাকুক বাধা
১৩ নদী সমুদ পেড়িয়ে উড়বে যে এই পতাকা
স্বাধীনতা তুমি আসবে সেদিন যতই থাকুক বাধা
১৩ নদী সমুদ পেড়িয়ে উড়বে যে এই পতাকা।

স্বাধীনতা পেয়ে তুমি সেদিন মাতাবে শহর গাও

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও।

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও।

যেদিন কালোর প্রতিবাদ করার স্বাধীনতা দেবে
সেদিন আলোর স্বাধীনতা পেয়ে হাসবে পৃথিবীটাও।

স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি বলার স্বাধীনতা দাও
স্বাধীনতা তুমি লেখার স্বাধীনতা দাও।

Post a Comment

Previous Post Next Post