Ads:

Tikana Bihin (ঠিকানা বিহীন) Lyrics by Chandan Sinha | New Bengali Song 2022

Song's Informations
Name of the Song - Tikana Bihin
Song's Vocalist - Chandan Sinha
Song's Composer - Imran Mahmudul
Song's Lyricist - Kabir Bakul
Song's Release Date - 26 September 2022
Song's Published on SIS Media Youtube Channel

This song is a song of Bengali Movie
Name of the Movie - Hridita
Starring - Puja Chery and ABM Sumon
Director - Ispahani Arif Jahan
Release Date - 2022
Language - Bengali
Country - Bangladesh

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "ঠিকানা বিহীন তোমাকে" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "ঠিকানা বিহীন তোমাকে" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী চন্দন সিনহা। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন ইমরান মাহমুদুল এবং গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটি ইউটিউব চ্যানেল SIS Media -এ 26 September 2022 -তে প্রকাশিত হয়।


"ঠিকানা বিহীন তোমাকে" গানের সম্পূর্ণ লিরিক্স

ঠিকানা বিহীন তোমাকে
লিখবো কোথায় আমি চিঠি
খুঁজবো কোথায় বল না
তোমায় সব কিছু টেনেছ ঈতি।

ঠিকানা বিহীন তোমাকে
লিখবো কোথায় আমি চিঠি
খুঁজবো কোথায় বল না
তোমায় সব কিছু টেনেছ ঈতি।

ভুল করে ভাবিনি কখনো তো
তুমি ও আসিতে পাখির মতো।

ঠিকানা বিহীন তোমাকে
লিখবো কোথায় আমি চিঠি
খুঁজবো কোথায় বল না
তোমায় সব কিছু টেনেছ ঈতি।

ভিষণ্ন দুপুরে স্বপ্ন বুনতে বুনতে
সুর তুলে এদিকে আসছে
পাই যে সুরে
তোমারই আসাতে যায় যে দিন গুনতে গুনতে।

ভিষণ্ন দুপুরে স্বপ্ন বুনতে বুনতে
সুর তুলে এদিকে আসছ
পাই যে সুরে
তোমারই আসাতে যায় যে দিন গুনতে গুনতে।

রাত গুলো হারানোর বেদনাতে
ঘুম গুলো জড়িয়ে থাকে সাথে
এ বদলাবে কবে এই রিতি।

ঠিকানা বিহীন তোমাকে
লিখবো কোথায় আমি চিঠি
খুঁজবো কোথায় বল না
তোমায় সব কিছু টেনেছ ঈতি।

ঠিকানা বিহীন তোমাকে
লিখবো কোথায় আমি চিঠি
খুঁজবো কোথায় বল না
তোমায় সব কিছু টেনেছ ঈতি।

পরন্ত বিকেলে মেঘে ভাসতে ভাসতে
সন্ধ্যারই তীর জ্বেলে যদি ফিরে আসতে
আমারই জীবনে চাঁদেরই মতো হাসতে ওও।

পরন্ত বিকেলে মেঘে ভাসতে ভাসতে
সন্ধ্যারই তীর জ্বেলে যদি ফিরে আসতে
আমারই জীবনে চাঁদেরই মতো হাসতে ওওও।

রাত গুলো হারানোর বেদনাতে
ঘুম গুলো জড়িয়ে থাকে সাথে
এ বদলাবে কবে এই রিতি।

ঠিকানা বিহীন তোমাকে
লিখবো কোথায় আমি চিঠি
খুঁজবো কোথায় বল না
তোমায় সব কিছু টেনেছ ঈতি।

ঠিকানা বিহীন তোমাকে
লিখবো কোথায় আমি চিঠি
খুঁজবো কোথায় বল না
তোমায় সব কিছু টেনেছ ঈতি।

Post a Comment

Previous Post Next Post