Tomar Sathe amar Mele Na (তোমার সাথে আমার মেলে না) Lyrics by Dipra And Durjoy Brothers | New Bengali Song 2022
Song's Informations
Name of the Song - Tomar Sathe amar Mele Na
Song's Vocalist - Dipra And Durjoy Brothers
Song's Composer - Dipra Barua
Song's Lyricist - Dipra Barua
Song's Release Date - 19 July 2022
Song's Published on Nagorik Music Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "তোমার সাথে আমার মেলে না" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "তোমার সাথে আমার মেলে না" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী দিপ্রা ও দুর্জয় ব্রাদার্স। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন দীপ্র বড়ুয়া এবং গানটির কথা লিখেছেন দীপ্র বড়ুয়া। গানটি ইউটিউব চ্যানেল Nagorik Music -এ 19 July 2022 -তে প্রকাশিত হয়।
"তোমার সাথে আমার মেলে না" গানের সম্পূর্ণ লিরিক্স
আমি তোমায় ভালোবাসি
আমি তোমায় ভালোবাসি
তুমি কেন বাসো না?
তোমার সাথে আমার মেলে না
তোমার সাথে আমার মেলে না।
ও বন্ধুরে... ও বন্ধুরে...
ভেবেছিলাম বলবো যখন ভালোবাসার কথা
তোমার বুকে জড়াইবো আমার সকল ব্যথা
ভেবেছিলাম বলবো যখন ভালোবাসার কথা
তোমার বুকে জড়াইবো আমার সকল ব্যথা।
সেদিন আমি বুইঝা নিছি
সেদিন আমি বুইঝা নিছি
সেদিন আমি বুইঝা নিছি
তোমার মনটা আমার না
তোমার সাথে আমার মেলে না
তোমার সাথে আমার মেলে না।
এখন আমি ভাইবা নিছি
আমি কারো না
পরে তুমি আইসা কইবা
কিছুই জানো না।
ভুলের মাশুল দিতে হবে
ভুলের মাশুল দিতে হবে
আগে কেন বুঝলা না?
তোমার সাথে আমার মেলে না
তোমার সাথে আমার মেলে না।
আমি তোমায় ভালোবাসি
আমি তোমায় ভালোবাসি
তুমি কেন বাসো না?
তোমার সাথে আমার মেলে না
তোমার সাথে আমার মেলে না
তোমার সাথে আমার মেলে না।
Post a Comment