Ads:

Tui Chara Eka (তুই ছাড়া একা) Lyrics by Habib Wahid & Moutushi Khan | New Bengali Song 2022

Song's Informations
Name of the Song - Tui Chara Eka
Song's Vocalist - Habib Wahid and Moutushi Khan
Song's Composer - Habib Wahid
Song's Lyricist - Suhrid Sufian
Song's Release Date - 13 October 2022
Song's Published on Habib Wahid Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "তুই ছাড়া একা" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "তুই ছাড়া একা" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও মৌটুশি খান । তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন হাবিব ওয়াহিদ এবং গানটির কথা লিখেছেন সুহরীদ সুফিয়ান । গানটি ইউটিউব চ্যানেল Habib Wahid -এ 13 October 2022 -তে প্রকাশিত হয়।


"তুই ছাড়া একা" গানের সম্পূর্ণ লিরিক্স

যায় না রে যায় না থাকা তুই ছাড়া একা লাগে
বায়না রে বায়না ছুয়ে যা হৃদয়টাকে
তোকে ছাড়া মন উদাসী মেঘে বসে থাকে
তোর নাম ধরে যে ডাকে নিরবে নির্জনতায়।

থোকে থোকে দূর আকাশে তারা জ্বলে থাকে
তোর জলছবি যে আঁকে চুপিসারে মগ্ধতায়
যায় না রে যায় না থাকা তুই ছাড়া একা লাগে
বায়না রে বায়না ছুয়ে যা হৃদয়টাকে।

তুই ছাড়া মন নিঃস্ব ভিশন
তোর হাসি বুকে কুনে দেয় আলোড়ন
তোর চোখে বোনা আছে
স্বর্গীয় ভালোবাসা প্রেম হৃদয়ে।

মন ছুয়ে মন ধরাবে কেমন
তুই যেন হয়ে গেলি আমার আপন
বিশ্বয়ে ভেসে যাবি আজ থেকে
শুধু যে আদরের বলহে।

তোর ভালোবাসাতেই আমি দিশেহারা
দিশেহারা হয়ে যাই
তুইও যেন পুরোটাই
এক দিশেহারা পথিক।

তোকে ছাড়া মন উদাসী মেঘে বসে থাকে
তোর নাম ধরে যে ডাকে নিরবে নির্জনতায়
থোকে থোকে দূর আকাশে তারা জ্বলে থাকে
তোর জলছবি যে আঁকে চুপিসারে মগ্ধতায়।

যায় না রে যায় না থাকা তুই ছাড়া একা লাগে
বায়না রে বায়না ছুয়ে যা হৃদয়টাকে।

মেঘলা দিনে তুই নীল খাম বৃষ্টিতে ভিজে এসে
এই বুকে থাম তোর চুলে জমা আছে
একরাশ ফুলে সুবাস গোপনে।

হাতের রেখায় আমি আছি দেখ
দু'টি মন হয়ে গেছে দুই থেকে এক
তুই ছাড়া আর কিছু চাই না রে
কখনও আমি জীবনে।

তোর ভালোবাসাতেই আমি দিশেহারা
দিশেহারা হয়ে যাই
তুইও যেন পুরোটাই দিশেহারা পথিক।

তোকে ছাড়া মন উদাসী মেঘে বসে থাকে
তোর নাম ধরে যে ডাকে নিরবে নির্জনতায়
থোকে থোকে দূর আকাশে তারা জ্বলে থাকে
তোর জলছবি যে আঁকে চুপিসারে মগ্ধতায়।

যায় না রে যায় না থাকা তুই ছাড়া একা লাগে
বায়না রে বায়না ছুয়ে যা হৃদয়টাকে।

Post a Comment

Previous Post Next Post