Kichhu Katha (কিছু কথা) Lyrics by Payal Dev And Aditya Dev | New Bengali Song 2022
Song's Informations
Name of the Song - Kichhu Katha
Song's Vocalist - Payal Dev And Aditya Dev
Song's Composer - Payal Dev
Song's Lyricist - Shreebarun
Song's Release Date - 25 November 2022
Song's Published on T-Series Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "কিছু কথা" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "কিছু কথা" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী পায়েল দেব ও আদিত্য দেব। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন পায়েল দেব এবং গানটির কথা লিখেছেন শ্রীবরুন। গানটি ইউটিউব চ্যানেল T-Series -এ 25 November 2022 -তে প্রকাশিত হয়।
"কিছু কথা" গানের সম্পূর্ণ লিরিক্স
নাইবা রইলো পাশে
তাতে কি যায় আসে
মন যে তার কাছে
বাঁধা পড়ে আছে।
পাই যে হাওয়ায় তার ছোঁয়া প্রতিদিন
হয়েছি আজ যে আমি তার ছায়া।
কিছু কথা এমন হয়নি যা বলা
রয়েছে এ মনের গোপনে রাখা
জানিনা সে কি তা বোঝে কি বোঝে না।
দু'চোখে রয়েছে সে কথা লেখা
কিছু কথা এমন হয়নি যা বলা
রয়েছে এ মনের গোপনে রাখা।
সে আমার হামসাফার
বলে মন বারবার
জানিনা শুধু যে
কি আছে মনে তার।
তবু রোজ তারই খোঁজ
করে যে দু'নয়ন
রাত জেগে কল্পনায়
তার সাথেই আলাপন।
জানিনা কবে হবে তার সাথে দেখা
মনটা যে আমার আর সয় না।
কিছু কথা এমন হয়নি যা বলা
রয়েছে এ মনের গোপনে রাখা
জানিনা সে কি তা বোঝে কি বোঝে না
দু'চোখে রয়েছে সে কথা লেখা।
সেই দেখা সেই কথা
সেই প্রথম পরিচয়
সেই যে তার আর আমার
মনেরই বিনিময়।
জানিনা তার মনে
আছে কি সেই আমি
যে ছিল তার কাছে
জীবনের চেয়ে দামি।
ভেবে দু'চোখে নামে না যে সহন
শুধু এ বুকে কত ঝড় যে উঠে।
এইভাবে সে আমায় যদি ভুলে যাবে
তবে কেন আবার সে এলো ফিরে
যদি নাই বা বোঝে এ মনে কি আছে
তবে যাক ভেঙে ঘর এই অচেনা ঝড়ে।
কিছু কথা এমন হয়নি যা বলা
রয়েছে এ মনের গোপনে রাখা
জানিনা সে কি তা বোঝে কি বোঝে না
দু'চোখে রয়েছে সে কথা লেখা।
Post a Comment