Name of the Song - Boba Raat
Song's Vocalist - Rupak Tiary
Song's Composer - Rupak Tiary
Song's Lyricist - Aviman Paul
Song's Release Date - 01 January 2023
Song's Published on Rupak Tiary Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "বোবা রাত" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "বোবা রাত" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী রূপক টিয়ারি। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন রূপক টিয়ারি এবং গানটির কথা লিখেছেন আভিমান পল। গানটি ইউটিউব চ্যানেল Rupak Tiary -এ 01 January 2023-তে প্রকাশিত হয়।
"বোবা রাত" গানের সম্পূর্ণ লিরিক্স
আজও সে একলা ছাদে তারার ভিড়ে
আরও কিছুটা সময় সে থেকে যেতে চায়
তার চোখ থামে কেউ খোঁজে না।
কেন সে আলতো সময় নীলচে কোলাজ
লেগে থাকে তার ঘোর প্রেমের আঁচড়
তার চোখ থামে কেউ খোঁজে না।
আজও সে ছায়াপথ জুড়ে হেঁটে যায় অবিরাম
কোন মায়া টানে পিছু ঢেকে রাখে পরিণাম।
Post a Comment