Harai Bohudur (হারাই বহুদূর) Lyrics by Shusmita Anis and Tahsan Khan | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Harai Bohudur
Song's Vocalist - Shusmita Anis and Tahsan Khan
Song's Composer - Minar Rahman
Song's Lyricist - Minar Rahman
Song's Release Date - 09 February 2023
Song's Published on New Music Paradigm Company Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "হারাই বহুদূর" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "হারাই বহুদূর" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী সুস্মিতা আনিস ও তাহসান খান। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন মিনার রহমান এবং গানটির কথা লিখেছেন মিনার রহমান। গানটি ইউটিউব চ্যানেল New Music Paradigm Company -তে 09 February 2023 -তে প্রকাশিত হয়।
"হারাই বহুদূর" গানের সম্পূর্ণ লিরিক্স
যদি তুমি আমার হাত ধরে
অনেক দূর হেঁটে যাও
যদি তুমি আমার ঘুম হয়ে
অনেক স্বপ্ন এঁকে যাও।
যদি তুমি আলোর দিন হয়ে
আমার আঙিনা সাজিয়ে দাও
যদি তুমি আবার ভোর হয়ে
আমার এ হৃদয় রাঙিয়ে দাও।
তবে রোজ তুমি আমায় কাছে ডেকো
ওই হাত দুটো ধরে ভালোবেসো
আবারো দুজন একি সাথে গাইবো
চেনা সেই সুর।
আমি সব ভুলে তোমার আকাশে
অবুঝ সে পুরোনো বাতাসে
তোমার ওই দুটো চোখের মায়াতে
হারাই বহু দূর হারাই বহু দূর
আজ হারাই বহু দূর হারাই বহু দূর।
এখনো মেঘের ভাঁজে ভাঁজে
তোমার অভিমান ভাসে
জোৎস্না ঘেরা মায়ার আড়ালে
তোমার কথারা হাসে।
তোমার আমার গল্প গুলো
আজো আমায় খোঁজে
তোমার আমার কাব্য গুলো
স্মৃতিরাই বোঝে নীরবে।
যদি তুমি একা নির্জনে
আবার আমায় ভেবে যাও
যদি তুমি হঠাৎ বৃষ্টি হয়ে
আবার আমায় ডেকে যাও।
যদি তুমি আলোর দিন হয়ে
আমার আঙিনা সাজিয়ে দাও
যদি তুমি আবার ভোর হয়ে
আমার এ হৃদয় রাঙিয়ে দাও।
তবে রোজ তুমি আমায় কাছে ডেকো
ওই হাত দুটো ধরে ভালোবেসো
আবারো দুজন একি সাথে গাইবো
চেনা সেই সুর।
আমি সব ভুলে তোমার আকাশে
অবুঝ সে পুরোনো বাতাসে
তোমার ওই দুটো চোখের মায়াতে
হারাই বহুদূর হারাই বহুদূর
আজ হারাই বহুদূর হারাই বহুদূর।
Post a Comment