Ads:

Jokhon Class Nine E Pori (যখন ক্লাস নাইনে পড়ি) Lyrics by Shurov Islam | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Jokhon Class Nine E Pori
Song's Vocalist - Shurov Islam
Song's Composer - Khairul Bashar
Song's Lyricist - Khairul Bashar
Song's Release Date - 09 February 2023
Song's Published on Eagle Music Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "যখন ক্লাস নাইনে পড়ি" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "যখন ক্লাস নাইনে পড়ি" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী শুরভ ইসলাম। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন খায়রুল বাশার এবং গানটির কথা লিখেছেন খায়রুল বাশার। গানটি ইউটিউব চ্যানেল Eagle Music -তে 09 February 2023 -তে প্রকাশিত হয়।


"যখন ক্লাস নাইনে পড়ি" গানের সম্পূর্ণ লিরিক্স

যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি
যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি।

মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি হলুদ শাড়ি
মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি।

যখন পড়তে বসি
বইয়ের খাতায় শুধুই আমি
তার ছবি দেখি।

যখন পড়তে বসি
বইয়ের খাতায় শুধুই আমি
তার ছবি দেখি।

তার ভাবনা ভাবতে ভাবতে
ঘুম তো আসেনা রাতে
তার ভাবনা ভাবতে ভাবতে
ঘুম তো আসেনা রাতে।

বলো সখি এখন আমি কি যে করি?
কি যে করি?
বলো সখি এখন আমি কি যে করি?

যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি
যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি।

মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি হলুদ শাড়ি
মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি।

ইস্কুলে না যাইয়া ঘুরেছি তোমায় লইয়া
সেদিন তোমার হাতে দিয়েছিলে ফুচকা খাওয়াইয়া।
 
ইস্কুল যখন দিছে ছুটি ঠিক সময় বাড়ি ফিরি
ইস্কুল যখন দিছে ছুটি ঠিক সময় বাড়ি ফিরি
বাপ আমার মনে করে ক্লাস করি ক্লাস করি
বাপ আমার মনে করে ক্লাস করি ক্লাস করি।

যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি
যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি।

মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি হলুদ শাড়ি
মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি।

ভুলিয়া সেই পিরিতি
অন্য এক ছেলে করছে জীবনসাথী
ভুলিয়া সেই পিরিতি
অন্য এক ছেলে করছে জীবনসাথী।

আমার বুকে মাইরা ছুরি
চলে গেছে শ্বশুর বাড়ি
আমার বুকে মাইরা ছুরি
চলে গেছে শ্বশুর বাড়ি।

খাইরুল বাসার সেই আগুনে
আজও পুড়ি আজও পুড়ি
খাইরুল বাসার সেই আগুনে
আজও পুড়ি।

যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি
যখন ক্লাস নাইনে পড়ি
তখন একটা প্রেম করি।

মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি হলুদ শাড়ি
মাঝে মাঝে পরতো বন্ধু
হলুদ শাড়ি।

Post a Comment

Previous Post Next Post