Ads:

Tomar Jonno (তোমার জন্য) Lyrics by Rehaan Rasul and Abanti Sithi | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Tomar Jonno
Song's Vocalist - Rehaan Rasul and Abanti Sithi
Song's Composer - Rezwan Sheikh
Song's Lyricist - M A Alam Shuvo
Song's Release Date - 13 February 2023
Song's Published on Sultan Entertainment Youtube Channel

This song is a song of Bengali Drama
Name of the Drama - Kothay Khuji Tare
Starring - Musfiq R. Farhan And Tanjin Tisha
Director - Mahmud Mahin
Release Date - 2023
Language - Bengali
Country - Bangladesh

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "তোমার জন্য" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "তোমার জন্য" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী রেহান রসুল ও আবন্তি সিথি। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন রেজওয়ান শেখ এবং গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ। গানটি ইউটিউব চ্যানেল Sultan Entertainment -তে 13 February 2023 -তে প্রকাশিত হয়।


"তোমার জন্য" গানের সম্পূর্ণ লিরিক্স

কুয়াশা পেরিয়ে এলো যে রোদ্দুর
তুমি এসে রাঙালে আমার ভুবন
তোমাকে নিয়ে হারাবো বহুদূর
ভয় নেই পাশে আছি আমি এখন।

বেঁচে থাকতে চাই তোমার জন্য
তুমি ছাড়া পৃথিবী শূন্য
বেঁচে থাকতে চাই তোমার জন্য
তুমি ছাড়া পৃথিবী শূন্য।

বলোনা বলোনা তুমি এমন কথা
ভালোবেসে রেখেছি বুকে মাথা
ভেবোনা ভেবোনা তুমি করোনা ভয়
আমার জীবন জুড়ে সবই তুমি ময়।

তোমায় নিয়ে যাবো
দূরের পথ হারাবো
দিন মেঘলা হোক আমি রাখবো চোখ
আড়াল হবেনা কখনও।

তোমার হাসির মাঝে প্রেম লুকানো আছে
পাশে থাকলে তুমি নির্ভয়ে আমি
ভালোবেসে পাগলামি করি এখনও।

বেঁচে থাকতে চাই তোমার জন্য
তুমি ছাড়া পৃথিবী শূন্য
বেঁচে থাকতে চাই তোমার জন্য
তুমি ছাড়া পৃথিবী শূন্য।

বলোনা বলোনা তুমি এমন কথা
ভালোবেসে রেখেছি বুকে মাথা
ভেবোনা ভেবোনা তুমি করোনা ভয়
আমার জীবন জুড়ে সবই তুমি ময়।

তোমার মনের শহরে
আমি রোজ আসি ঘুরে
রং কল্পনার মন মতো আমার
সাজিয়ে রাখি বুকের কোনে।

তোমার মন পাহারায় আমি থাকতে চাই
আমিও তো জানি তুমি অভিমানী
তোমায় নিয়ে মন স্বপ্ন বুনি।

বেঁচে থাকতে চাই তোমার জন্য
তুমি ছাড়া পৃথিবী শূন্য
বেঁচে থাকতে চাই তোমার জন্য
তুমি ছাড়া পৃথিবী শূন্য।

বলোনা বলোনা তুমি এমন কথা
ভালোবেসে রেখেছি বুকে মাথা
ভেবোনা ভেবোনা তুমি করোনা ভয়
আমার জীবন জুড়ে সবই তুমি ময়।

Post a Comment

Previous Post Next Post