Tui Chara (তুই ছাড়া) Lyrics by Tanveer Evan | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Tui Chara
Song's Vocalist - Tanveer Evan
Song's Composer - Piran Khan
Song's Lyricist - Tanveer Evan
Song's Release Date - 17 February 2023
Song's Published on Tanveer Evan Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "তুই ছাড়া" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "তুই ছাড়া" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী তানভীর ইভান। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন পিরান খান এবং গানটির কথা লিখেছেন তানভীর ইভান। গানটি ইউটিউব চ্যানেল Tanveer Evan -তে 17 February 2023 -তে প্রকাশিত হয়।
"তুই ছাড়া" গানের সম্পূর্ণ লিরিক্স
প্রথম যখন তোকে দেখেছি
মনের মাঝে তোর হাসি টা বেঁধেছি
ছুঁয়ে দেখার ইচ্ছেদের আগমন
রং মাখিয়ে দেহ জুড়ে শিহরণ।
তুই ছাড়া মন কাঁদে একেলা
তুই হীনা কি করি বুঝিনা
তুই ছাড়া মন কাঁদে একেলা
তুই হীনা কি করি বুঝিনা।
তুই চাইলে বল সকাল সাজাই
বৃষ্টি নামাই তোর ইশারায়
মেঠো মেঠো পথে হেঁটে দু'জন
চল রাত নামাই কথায় কথায়।
আবার আসবে ভালবাসার নতুন এক প্রহর
রেখো যতন করে আমায় করো না গো পর।
আগলে রেখে আগলে রেখে
আগলে রেখে কাছে টেনে
বাসব ভালো কতনা।
মন মাঝারে তোর নাম লিখে
করব প্রার্থনা।
তুই ছাড়া মন কাঁদে একেলা
তুই হীনা কি করি বুঝিনা।
তেরে বিনা মানে না ইয়ে মন মেরা
তু না হো কেয়া কারে ইয়ে দিল বাতা।
তুই চাইলে বল সকাল সাজাই
বৃষ্টি নামাই তোর ইশারায়
মেঠো মেঠো পথে হেঁটে দু'জন
চল রাত নামাই কথায় কথায়।
তেরে বিনা বাবরা ইয়ে মন মেরা
তু না হো কেয়া কারে ইয়ে দিল বাতা।
Post a Comment