Hotath Elo Prem (হঠাৎ এলো প্রেম) Lyrics by Rehaan Rasul | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Hotath Elo Prem
Song's Vocalist - Rehaan Rasul
Song's Composer - Rezwan Sheikh
Song's Lyricist - M A Alam Shuvo
Song's Release Date - 09 April 2023
Song's Published on Sultan Entertainment Youtube Channel
This song is a song of Bengali Drama
Name of the Drama - Dowa
Starring - Musfiq R. Farhan And Tanjin Tisha
Director - Mahmudur Rahman Hime
Release Date - 2023
Language - Bengali
Country - Bangladesh
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "হঠাৎ এলো প্রেম" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "হঠাৎ এলো প্রেম" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী রেহান রাসুল। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন রেজওয়ান শেখ এবং গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ। গানটি ইউটিউব চ্যানেল Sultan Entertainment -তে 09 April 2023 -তে প্রকাশিত হয়।
"হঠাৎ এলো প্রেম" গানের সম্পূর্ণ লিরিক্স
মওলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে
দমে দমে ক্ষনে ক্ষনে তোরই কথা বলে
মওলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে
দমে দমে ক্ষনে ক্ষনে তোরই কথা বলে...
হঠাৎ এলো প্রেম ভেসে প্রথম তোকে দেখে
লুকানো ইচ্ছে গুলো ছুটছে তোর দিকে
হঠাৎ এলো প্রেম ভেসে প্রথম তোকে দেখে
লুকানো ইচ্ছে গুলো ছুটছে তোর দিকে
মায়াবী চোখ দু'টো তোর
চিরকুটে জমানো আদর
রোজ পাঠাবো তোর ঠিকানায়...
তোর পাশে জেনে না আমাকে মানায়
ভালোবাসি তোকে আমি শত বাহানায়
তোর পাশে জেনে না আমাকে মানায়
ভালোবাসি তোকে আমি শত বাহানায়।
একটাবার দেখতে তোকে
পথে দাঁড়িয়ে থাকি
যা ভাবার ভাবুক লোকে
কল্পনায় তোকে আঁকি।
হুম...
একটাবার দেখতে তোকে
পথে দাঁড়িয়ে থাকি
যা ভাবার ভাবুক লোকে
কল্পনায় তোকে আঁকি।
চোখ দু'টো তোর চিরকুটে জমানো আদর
রোজ পাঠাবো তোর ঠিকানায়...
তোর পাশে জেনে না আমাকে মানায়
ভালোবাসি তোকে আমি শত বাহানায়
তোর পাশে জেনে না আমাকে মানায়
ভালোবাসি তোকে আমি শত বাহানায়।
মওলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে
দমে দমে ক্ষনে ক্ষনে তোরই কথা বলে
মওলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে
দমে দমে ক্ষনে ক্ষনে তোরই কথা বলে...
তোর শহরের দেয়াল জুড়ে
মনের কথা লিখি
দেখনা একবার তুই ফিরে
কেমন হয়ে থাকি।
ও ও তোর শহরের দেয়াল জুড়ে
মনের কথা লিখি
দেখনা একবার তুই ফিরে
কেমন হয়ে থাকি।
তোর পাশে জেনে না আমাকে মানায়
ভালোবাসি তোকে আমি শত বাহানায়
তোর পাশে জেনে না আমাকে মানায়
ভালোবাসি তোকে আমি শত বাহানায়।
মওলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে
দমে দমে ক্ষনে ক্ষনে তোরই কথা বলে
মওলা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে
দমে দমে ক্ষনে ক্ষনে তোরই কথা বলে...
Post a Comment