Ads:

Jhumka (ঝুমকা) Lyrics by Xefer and Muza | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Jhumka
Song's Vocalist - Xefer and Muza
Song's Composer - Muza
Song's Lyricist - Shibu, Xefer and Muza
Song's Release Date - 27 January 2023 
Song's Published on Muza Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "ঝুমকা" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "ঝুমকা" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী জেফার ও মুজা। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন মুজা এবং গানটির কথা লিখেছেন শিবু, জেফার ও মুজা। গানটি ইউটিউব চ্যানেল Muza -তে 27 January 2023 -তে প্রকাশিত হয়।


"ঝুমকা" গানের সম্পূর্ণ লিরিক্স

যতই তুমি বাহানা করো না কেন
চুপি চুপি চোখের ইশারাতে খেলো
দেখো কি নীরবে এভাবে কি জমে।

দোতারার তারে তারে বাজতে থাকে মনটা রে
সুর টা চেনা লাগে
হায়রে আমি আছি এখানে
না জানি কি নসিবে
রাত শেষে কি হবে।

ঝুমুর, ঝুমুর

ঝুমকা ঝুলে কানে হায়
তোমার ওই ইশারায়
ঘোমটা হাওয়ায় উড়ে যায় যায়...

আসো মনো আইসা পড়ো আমার মনের ঠিকানায়
দেইখা বড় ভালোই লাগে
তবুও মুখ টা খুলে না।

কেমনে কইরা বুঝলা তুমি গাড়ি আমার চলে না
একটু শুধু চাইয়া দেখো
দিয়ে দিমু জীবন টা।

O o o i can't get you out of mind
O o o i am not the guy can't wait in line
No no no no baby i don't waste more time
Tell me how you feel inside
I am just want to make you mine

দোতারার তারে তারে বাজতে থাকে মনটা রে
সুর টা চেনা লাগে
হায়রে আমি আছি এখানে
না জানি কি নসিবে
রাত শেষে কি হবে।

ঝুমুর, ঝুমুর

ঝুমকা ঝুলে কানে হায়
তোমার ওই ইশারায়
ঘোমটা হাওয়ায় উড়ে যায় যায়...

ঝুমুর, ঝুমুর।

Post a Comment

Previous Post Next Post