Jonaki Jwole Uthuk (জোনাকি জ্বলে উঠুক) Lyrics by Somlata Acharyya Chowdhury | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Jonaki Jwole Uthuk
Song's Vocalist - Somlata Acharyya Chowdhury
Song's Composer - Ranajoy Bhattacharjee
Song's Lyricist - Raajhorshee Dey
Song's Release Date - 17 April 2023
Song's Published on Saregama Bengali Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "জোনাকি জ্বলে উঠুক" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "জোনাকি জ্বলে উঠুক" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী সোমলতা আচার্য্য চৌধুরী। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন রণজয় ভট্টাচার্য এবং গানটির কথা লিখেছেন রাজহরশী দে। গানটি ইউটিউব চ্যানেল Saregama Bengali -তে 17 April 2023 -তে প্রকাশিত হয়।
"জোনাকি জ্বলে উঠুক" গানের সম্পূর্ণ লিরিক্স
বৃষ্টি পড়ার আগে কখনো মেঘ দেখতে নেই
সন্ধ্যে নামার পরে শাঁখের আওয়াজ ভালো লাগে
এক রাজকন্যার ছাদের ওপর পরী নামার সময়
তারার মিছিল সারা রাত শুধু তোমার কথা বলে।
জিন্দাবাদী প্রেমের গল্প বিপ্লবের এক নাম
আমার আদর তোমার কাছে আজান হয়ে উঠুক
ঠোঁটের ওপর ঠোঁট রাখার শিরোনাম টুকু থাকে
আমার শহরে জল এর ওপর গোলাপ ফুল ফুটুক।
এভাবেই রোজ এভাবেই জোনাকি জ্বলে উঠুক
জ্বলে উঠুক
এভাবেই রোজ এভাবেই জোনাকি জ্বলে উঠুক
জোনাকি জ্বলে উঠুক।
শরীর আগুন শরীর জল মেঘ টেনে দাও গায়ে
মাখামাখি শুয়ে সেই দাবানল খুঁজে বেড়াই
তুমি আমার হাত ধরে চলো নদীর ওপর হাঁটি
মোমবাতি খুঁজতে গিয়ে লোডশেডিং কে হারাই।
এভাবেই রোজ এভাবেই জোনাকি জ্বলে উঠুক
জ্বলে উঠুক
এভাবেই রোজ এভাবেই জোনাকি জ্বলে উঠুক
জোনাকি জ্বলে উঠুক।
জড়িয়ে ধরো জাপ্টে ধরো ছেড়ো না আমায়
আমি হারিয়ে যাবো তোমার ভেতর
তোমার হাতে ধরে
চলো আবার দুজন তারার দিকে হেঁটে চলে যাই
জোনাকি দেখো জ্বলছে আবার রাতের আকাশ জুড়ে।
এভাবেই রোজ এভাবেই জোনাকি জ্বলে উঠুক
জ্বলে উঠুক
এভাবেই রোজ এভাবেই জোনাকি জ্বলে উঠুক
জোনাকি জ্বলে উঠুক।
Post a Comment