Ads:

Oporadhi 2 Fanush (অপরাধী ২ ফানুস) Lyrics by Arman Alif | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Oporadhi 2 Fanush
Song's Vocalist - Arman Alif
Song's Composer - Arman Alif
Song's Lyricist - Arman Alif
Song's Release Date - 18 April 2023
Song's Published on Eagle Music Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "অপরাধী ২ ফানুস" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "অপরাধী ২ ফানুস" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী আরমান আলিফ। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন আরমান আলিফ এবং গানটির কথা লিখেছেন আরমান আলিফ। গানটি ইউটিউব চ্যানেল Eagle Music -তে 18 April 2023 -তে প্রকাশিত হয়।


"অপরাধী ২ ফানুস" গানের সম্পূর্ণ লিরিক্স

বন্ধু আমার পরের তরে মন বান্ধিলো হায়
আমি কি করে ফেরাইব তারে আমার অন্তরায়
কার হাতে সেই লাটাই সুতো ঘুড়িটা আজ কার
আমার আকাশ শূন্য ভীষণ মেঘময় মায়ায়।

তুমি না হয় তোমার মত হারায় গেলা রে
এখন এই ছেলেটা থাকবে ভালো ভাবলে কেমনে?
তুমি স্বপ্নের ঘোরে আর আইসো না
আর আইসো না রে
ঘুমে ঘুমে কাঁদতে আর ভাল্লাগেনা রে...

উইড়া গেলো রে সে উইড়া গেলো রে
যেই মেয়েটা রাখত মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুশ হইয়া রে
রঙ-বেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে।

উইড়া গেলো রে সে উইড়া গেলো রে
যেই মেয়েটা রাখত মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুশ হইয়া রে
রঙ-বেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে।

যেদিন ইন্সটাগ্রামে কমাইছিলা একটা ফলোয়ার
সেদিন থেকে হাসিমুখের ছবি নাই আমার
তোমার ফেসবুকের ওই কভার টা তে
হাসি মুখটা কার?
আমার হাসি কেড়ে তুমি সুখেতে ছারখার।

আজও লাভ রিয়াক্টে খুঁজো কি আর
আমার আইডি টা?
নাকি ব্লক লিস্ট এ মানায় আমার
নষ্ট প্রোফাইল টা?

তুমি রেগে গেলে রাগ ভাঙ্গাতে গান শোনায় কে
শুধু আমি একজন যে তোমাকে ভালবেসেছে...

উইড়া গেলো রে সে উইড়া গেলো রে
যেই মেয়েটা রাখত মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুশ হইয়া রে
রঙ-বেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে।

উইড়া গেলো রে সে উইড়া গেলো রে
যেই মেয়েটা রাখত মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুশ হইয়া রে
রঙ-বেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে।

আইজ আমি রিকশায় বসে পাশের সিটে
কারে খুঁজে যাই
আমি কার কে বা আমার হিসাব রে মেলাই
চাইলেই কি তোমার মত কাউরে পাওয়া যায়
তোমার জন্য মায়া আমার আইজও কমে নাই।

আমি রিকশায় বসে পাশের সিটে কারে খুঁজে যাই
আমি কার কে বা আমার হিসাব রে মেলাই
চাইলেই কি তোমার মত কাউরে পাওয়া যায়
তোমার জন্য মায়া আমার আইজও কমে নাই।

তুমি আজ সাজতে বসো কে আসবে বলে?
তোমার আয়না টা কি ভাবায় আমায় তুমি তাকালে
হারিয়ে যাওয়ার পরেও কি আর একটু খুঁজো নাই
একদিন বুঝবে ঠিকই দেখবে সেদিন
এই আমি আর নাই...

উইড়া গেল রে সে উইড়া গেল রে
যেই মেয়েটা রাখত মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুশ হইয়া রে
রঙ-বেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে।

উইড়া গেলো রে সে উইড়া গেলো রে
যেই মেয়েটা রাখত মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুশ হইয়া রে
রঙ-বেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে।

Post a Comment

Previous Post Next Post