Surma Surma (সুরমা সুরমা) Lyrics by Imran Mahmudul And Konal | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Surma Surma
Song's Vocalist - Imran Mahmudul And Konal
Song's Composer - Naved Parvez
Song's Lyricist - Zahid Akbar
Song's Release Date - 19 April 2023
Song's Published on Rtv Music Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "সুরমা সুরমা" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "সুরমা সুরমা" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও কোনাল। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন নাভেদ পারভেজ এবং গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। গানটি ইউটিউব চ্যানেল Rtv Music -তে 19 April 2023 -তে প্রকাশিত হয়।
"সুরমা সুরমা" গানের সম্পূর্ণ লিরিক্স
সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে
চলো যাবো দূরে হারিয়ে
সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে
কি যে মায়া দিলে ছড়িয়ে।
এই হৃদয়ে যাও হারিয়ে
খুবই গভীরে...
সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে
চলো যাবো দূরে হারিয়ে
সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে
কি যে মায়া দিলে ছড়িয়ে।
সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে
চলো যাবো দূরে হারিয়ে
সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে
কি যে মায়া দিলে ছড়িয়ে।
কেন যে সব লাগছে ভালো
চোখ জুড়ে কথার আলো
তোমার মধ্যে গেছি হারিয়ে
ভালোবাসা যেন বাড়লো।
এই হৃদয়ে যাও হারিয়ে
খুবই গভীরে...
সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে
চলো যাবো দূরে হারিয়ে
সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে
কি যে মায়া দিলে ছড়িয়ে।
সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে
চলো যাবো দূরে হারিয়ে
সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে
কি যে মায়া দিলে ছড়িয়ে।
শুধু যে মন বলছে কথা
ঠোঁট ছুঁয়ে লেখা কবিতা
বাতাসে এঁকে দেবো
বুকে থাকা যত বার্তা।
এই হৃদয়ে যাও হারিয়ে
খুবই গভীরে...
সুরমা সুরমা দিনে তোমায় সঙ্গে নিয়ে
চলো যাবো দূরে হারিয়ে
সুন্দর সুন্দর লাগে সব চোখে তাকিয়ে
কি যে মায়া দিলে ছড়িয়ে।
সুরমা সুরমা দিনে সুন্দর সুন্দর লাগে
সুরমা সুরমা দিনে সুন্দর সুন্দর লাগে...
Post a Comment