Ads:

Bhalo Lage Tomake (ভালো লাগে তোমাকে) Lyrics by Angel Noor | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Bhalo Lage Tomake
Song's Vocalist - Angel Noor
Song's Composer - Piran Khan
Song's Lyricist - Piran Khan
Song's Release Date - 06 May 2023
Song's Published on CMV Youtube Channel

This song is a song of Bengali Drama
Name of the Drama - Love Semester
Starring - Farhan Ahmed Jovan and Naznin Nahar Niha
Director - Probir Roy Chowdhury
Release Date - 2023
Language - Bengali
Country - Bangladesh

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "ভালো লাগে তোমাকে" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "ভালো লাগে তোমাকে" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী এঞ্জেল নূর। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন পিরান খান এবং গানটির কথা লিখেছেন পিরান খান। গানটি ইউটিউব চ্যানেল CMV -তে 06 May 2023 -তে প্রকাশিত হয়।


"ভালো লাগে তোমাকে" গানের সম্পূর্ণ লিরিক্স

একা বসে ভাবছো কি?
দূরে দাঁড়িয়ে গাইছি আমি
আনমনে বাসছি ভালো
তুমি পূর্ণিমারই স্নিগ্ধ আলো।

তুমি ভোরের মিষ্টি বাতাস
কখনও আবার মনের আকাশ
তুমি বললেই এনে দেবো
পূর্ণিমার সেই একফালি চাঁদ।

ভালোলাগে তোমাকে
ভালোবাসি বলে দিতে চাই
তোমার মনের ঠিকানায়
আমি গান লিখে যাই।

শুরু থেকে শেষ অবধি
আমি তোমাকে চাই
তোমার চোখের কাজলে
আমি হারিয়ে যাই।

চোখেরই আড়ালে হাতেরই নরমে
দেখে তোমাকে হারিয়ে যাই
আলতো ছোঁয়াতে রাঙিয়ে তোমাকে
ভালোবাসা রঙে রাঙাতে চাই।

প্রেমে পড়েছি যখন দেখেছি
তোমায় কোনো বিকেলে
আমি লিখেছি আর গেয়েছি
তোমায় ভেবে গোপনে।

তুমি এসে রাঙিয়েছো আমাকে
তোমারই নাম সব পার্থনাতে থাকে।

ভালো লাগে তোমাকে
ভালোবাসি বলে দিতে চাই
তোমার মনের ঠিকানায়
আমি গান লিখে যাই।

শুরু থেকে শেষ অবধি
আমি তোমাকে চাই
তোমার চোখের কাজলে
আমি হারিয়ে যাই।

চোখেরই আড়ালে হাতেরই নরমে
দেখে তোমাকে হারিয়ে যাই
আলতো ছোঁয়াতে রাঙিয়ে তোমাকে
ভালোবাসা রঙে রাঙাতে চাই।

ভালোলাগে তোমাকে
ভালোবাসি বলে দিতে চাই
তোমার মনের ঠিকানায়
আমি গান লিখে যাই।

Post a Comment

Previous Post Next Post