Mon Vanga Ek Manush Ami (মন ভাঙ্গা এক মানুষ আমি) Lyrics by Samz Vai | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Mon Vanga Ek Manush Ami
Song's Vocalist - Samz Vai
Song's Composer - Akram Khan
Song's Lyricist - Nurealam Mamun
Song's Release Date - 22 April 2023
Song's Published on Antor Multimedia Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "মন ভাঙ্গা এক মানুষ আমি" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "মন ভাঙ্গা এক মানুষ আমি" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী সামজ ভাই। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন আকরাম খান এবং গানটির কথা লিখেছেন নুরেলাম মামুন। গানটি ইউটিউব চ্যানেল Antor Multimedia -তে 22 April 2023 -তে প্রকাশিত হয়।
"মন ভাঙ্গা এক মানুষ আমি" গানের সম্পূর্ণ লিরিক্স
মন ভাঙ্গা এক মানুষ আমি
হইলাম যাযাবর
আপন মানুষ বিনা দোষে
করছে আমায় পর।
মন ভাঙ্গা এক মানুষ আমি
হইলাম যাযাবর
আপন মানুষ বিনা দোষে
করছে আমায় পর।
এমন ভালোবাসাতাম তারে
ছিলো না রে ভুল
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল
ওরে এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল।
এমন ভালোবাসাতাম তারে
ছিলো না রে ভুল
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল
ওরে এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল।
দমে দমে লইতাম আমি
বেইমানটার নাম
হাসি মুখের ছলনাতে
দিলো প্রেমের দাম।
তার সাথে তো করতাম না রে
অন্য কিছুর তুল
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল
ওরে এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল।
এমন ভালোবাসাতাম তারে
ছিলো না রে ভুল
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল
ওরে এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল।
যারে আমি ভাইবা ছিলাম
আমার মনের সব
আমায় নিয়া খেইলা গেলো
হইয়া নীরব।
সরল হয়ে দিলাম আমি
ভুলেরই মাশুল
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল
ওরে এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল।
এমন ভালোবাসাতাম তারে
ছিলো না রে ভুল
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল
ওরে এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল।
মন ভাঙ্গা এক মানুষ আমি
হইলাম যাযাবর
আপন মানুষ বিনা দোষে
করছে আমায় পর।
এমন ভালোবাসাতাম তারে
ছিলো না রে ভুল
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল
ওরে এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল।
এমন ভালোবাসাতাম তারে
ছিলো না রে ভুল
এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল
ওরে এতটুকু বাসলে ভালো
পাথর হইতো ফুল।
Post a Comment