Ekdin Swapner Din (একদিন স্বপ্নের দিন) Lyrics by Nachiketa Chakraborty and Shikha Basu | New Bengali Song
Song's Informations
Name of the Song - Ekdin Swapner Din
Song's Vocalist - Nachiketa Chakraborty and Shikha Basu
Song's Composer - Nachiketa Chakraborty
Song's Lyricist - Nachiketa Chakraborty
Song's Release Date - 2020
Song's Published on Saregama India Ltd Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "একদিন স্বপ্নের দিন" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "একদিন স্বপ্নের দিন" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী ও শিখা বসু। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন নচিকেতা চক্রবর্তী এবং গানটির কথা লিখেছেন নচিকেতা চক্রবর্তী। গানটি ইউটিউব চ্যানেল Saregama India Ltd -তে 2020 -তে প্রকাশিত হয়।
"একদিন স্বপ্নের দিন" গানের সম্পূর্ণ লিরিক্স
একদিন স্বপ্নের দিন
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন।
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন।
সেই ভাবনায় ভাবি মনে হয়
দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে
সেই ভাবনায় ভাবি মনে হয়
দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন মনেতে আগুন
আসে না ফাগুন মনেতে আগুন
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়
কাটেনা আর দিন।
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন।
একদিন হঠাৎ হাওয়া
থামিয়ে আসা যাওয়া
প্রশ্নের জাল বুনে
শুরু হয় চাওয়া পাওয়া।
আজ শুধু পথ চাওয়া
বিরহের গান গাওয়া
ভাবনার নদী বুকে
উজানেতে তরী বাওয়া।
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন মনেতে আগুন
আসে না ফাগুন মনেতে আগুন
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়
কাটেনা আর দিন।
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন।
যদি এ পথ ধরে
আমার এ মনের ঘরে
চিঠি হয়ে অগোচরে
আসে কেউ চুপিসারে।
চাঁদের ঐ আলো হয়ে
আসো মোর ভাঙা ঘরে
দেখা যায় যায়না ছোঁয়া
যেন গান চাপা স্বরে।
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন মনেতে আগুন
আসে না ফাগুন মনেতে আগুন
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়
কাটেনা আর দিন।
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন।
সেই ভাবনায় ভাবি মনে হয়
দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে
সেই ভাবনায় ভাবি মনে হয়
দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন মনেতে আগুন
আসে না ফাগুন মনেতে আগুন
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায়
কাটেনা আর দিন।
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন।
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন।
Post a Comment