Ads:

Facebook Sundori (ফেসবুক সুন্দরী) Lyrics by Akassh Sen | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Facebook Sundori
Song's Vocalist - Akassh Sen
Song's Composer - Akassh Sen
Song's Lyricist - Proshenjit Mondal
Song's Release Date - 11 June 2023
Song's Published on DP Music Station Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "ফেসবুক সুন্দরী" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "ফেসবুক সুন্দরী" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী আকাশ সেন। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন আকাশ সেন এবং গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল। গানটি ইউটিউব চ্যানেল DP Music Station -তে 11 June 2023 -তে প্রকাশিত হয়।


"ফেসবুক সুন্দরী" গানের সম্পূর্ণ লিরিক্স

ফেসবুকেতে দেইখা তোরে
ভাবছিলাম তুই সুন্দরী
এখন দেখি তোর চেয়ে ভালা।

পাশের ফ্লেটের আংগুলী
আরে ফেসবুকেতে দেইখা তোরে
ভাবছিলাম তুই সুন্দরী।

এখন দেখি তোর চেয়ে ভালা
পাশের ফ্লেটের আংগুলী
মেকাপ মাইখা দিলি ধোকা
হায়রে এখন আমি কি করি।

ফেসবুক সুন্দরী তুই ফেসবুক সুন্দরী
ফেসবুক সুন্দরী হায় ফেসবুক সুন্দরী
ফেসবুক সুন্দরী তুই ফেসবুক সুন্দরী
ফেসবুক সুন্দরী হায় ফেসবুক সুন্দরী।

গোলাপী লাল গালের উপর
হাতে আকা কালা তিল
সত্যি ভেবে সত্যি সত্যি
দিয়েছিলাম তোকে দিল
গোলাপী লাল গালের উপর
হাতে আকা কালা তিল।

সত্যি ভেবে সত্যি সত্যি
দিয়েছিলাম তোকে দিল
এখন দেখি সামনা সামনি
চিড়িয়া খানার বান্দরী।

ফেসবুক সুন্দরী তুই ফেসবুক সুন্দরী
ফেসবুক সুন্দরী হায় ফেসবুক সুন্দরী
ফেসবুক সুন্দরী তুই ফেসবুক সুন্দরী
ফেসবুক সুন্দরী হায় ফেসবুক সুন্দরী।

টানাটানা কাজল আকা
আহারে কি মায়া চোখ
প্রোফাইল দেখে ভেবেছিলা
এই মেয়েটাই আমার হোক
টানাটানা কাজল আকা
আহারে কি মায়া চোখ।

প্রোফাইল দেখে ভেবেছিলা
এই মেয়েটাই আমার হোক
কাছে পেয়ে দেখি এখন
সব ছিলো তোর ছলচুরি।

ফেসবুক সুন্দরী তুই ফেসবুক সুন্দরী
ফেসবুক সুন্দরী হায় ফেসবুক সুন্দরী
ফেসবুক সুন্দরী তুই ফেসবুক সুন্দরী
ফেসবুক সুন্দরী হায় ফেসবুক সুন্দরী।

ফেসবুকেতে দেইখা তোরে
ভাবছিলাম তুই সুন্দরী
এখন দেখি তোর চেয়ে ভালা
পাশের ফ্লেটের আংগুলী
মেকাপ মাইখা দিলি ধোকা
হায়রে এখন আমি কি করি।

ফেসবুক সুন্দরী তুই ফেসবুক সুন্দরী
ফেসবুক সুন্দরী হায় ফেসবুক সুন্দরী
ফেসবুক সুন্দরী তুই ফেসবুক সুন্দরী
ফেসবুক সুন্দরী হায় ফেসবুক সুন্দরী।

Post a Comment

Previous Post Next Post