Jaiba Keno Bolo (যাইবা কেন বলো) Lyrics by Tanveer Evan | Bengali Song
Song's Informations
Name of the Song - Jaiba Keno Bolo
Song's Vocalist - Tanveer Evan
Song's Composer - Piran Khan
Song's Lyricist - Tanveer Evan
Song's Release Date - 2017
Song's Published on Tanveer Evan Youtube Channel
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "যাইবা কেন বলো" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "যাইবা কেন বলো" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী তানভীর ইভান। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন পিরান খান এবং গানটির কথা লিখেছেন তানভীর ইভান। গানটি ইউটিউব চ্যানেল Tanveer Evan -তে 2017 -তে প্রকাশিত হয়।
"যাইবা কেন বলো" গানের সম্পূর্ণ লিরিক্স
সোনা ময়না পাখি আমার
শুইন্না যাও মনের কথা
যাইও নাগো একলা ছাইড়া রে।
বুকের ভিতর কত জ্বালা
মন হইয়াছে দিশেহারা
যাইওনা গো রাইখা আমারে।
ব্যাথা দিয়া যাইবা কেন বলো?
সুখে রাখার হইলে রাইখো?
ব্যাথা দিয়া যাইবা কেন বলো?
সুখে রাখার হইলে রাইখো?
ও আমার পাখি তুই দেইখা যা
আমার মনে কত যে ব্যাথা
ও হলুদিয়া পাখি তুই শুইনা যা
আমার মনে কত যে কথা।
কেন রে তুই বুঝলি না হায়
তোর লাইগা হৃদয় পুড়াই
মনটা আমার হায়রে অসহায়।
কেন আমি তোর লাইগা
হইয়া গেলাম দিশেহারা
সইতে আর আধাও পারি না।
ও মনরে তুই কোথায় গেলি?
আমারে ক্যান ভাইঙ্গা দিলি?
তোর লাইগা পরান পুইড়া যায়
পুইড়া যায়।
ও মনরে তুই কোথায় গেলি?
আমারে ক্যান ভাইঙ্গা দিলি?
তোর লাইগা পরান পুইড়া যায়।
নিশি রাতে তোরে ভাইবা
কাঁইন্দা তোরে কত খুঁজি
বোঝাই কারে আর যে সহে না।
নিশি রাতে তোরে ভাইবা
কাঁইন্দা আমি খুঁজে বেড়াই
বোঝাই কারে আর যে সহে না।
ব্যাথা দিয়া যাইবা কেন বলো?
সুখে রাখার হইলে রাইখো?
ও আমার পাখি তুই দেইখা যা
আমার মনে কত যে ব্যাথা
ও হলুদিয়া পাখি তুই শুইনা যা
আমার মনে কত যে কথা।
Post a Comment