Ads:

Kolija ar Jaan (কলিজা আর জান) Lyrics by Dilshad Nahar Kona | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Kolija ar Jaan
Song's Vocalist - Dilshad Nahar Kona
Song's Composer - Arafat Mohsin
Song's Lyricist - Rasel Mahmud and Arafat Mohsin
Song's Release Date - 12 June 2023
Song's Published on Chorki Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "কলিজা আর জান" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "কলিজা আর জান" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন আরাফাত মহসিন এবং গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও আরাফাত মহসিন। গানটি ইউটিউব চ্যানেল Chorki -তে 12 June 2023 -তে প্রকাশিত হয়।


"কলিজা আর জান" গানের সম্পূর্ণ লিরিক্স

সামনে-পিছে ডাইনে-বামে
কী চায় এই মন কেউ কি জানে?
আরে সামনে-পিছে ডাইনে-বামে
কী চায় এই মন কেউ কি জানে?
কোথায় শান্তি সুখ যে কিসে?
শুইনা যা আজ নাচে গানে।

না না না সব দিবি বইলা পারবি না পটাইতে
হাসি পায় পায় হাসি তোদের মিঠা কথাতে
ছলনা সবই যে ছলনা বাহানা
করি না আজাইরা প্রেম আর করি না
ও টাকা তুই আমার কলিজা আর জান
ও টাকা তুই আমার কলিজা আর জান।

ভালোবাসা নাই এই আজব দুনিয়ায়
টাকা থাকলে নাই টেনশান
ছেঁড়া পকেটে স্বপ্ন দেখাইস না আর
লাগবে গাড়ি বাড়ি ম্যানসান।

হা ভালোবাসা নাই এই আজব দুনিয়ায়
টাকা থাকলে নাই টেনশান
ছেঁড়া পকেটে স্বপ্ন দেখাইস না আর
লাগবে গাড়ি বাড়ি ম্যানসান।

না না না সব দিবি বইলা পারবি না পটাইতে
হাসি পায় পায় হাসি তোদের মিঠা কথাতে
ছলনা সবই যে ছলনা বাহানা
করি না আজাইরা প্রেম আর করি না...
ও টাকা তুই আমার কলিজা আর জান
ও টাকা তুই আমার কলিজা আর জান।

ও টাকা তুই আমার কলিজা আর জান
ও টাকা তুই আমার আসমানেরই চান
ও টাকা তোর জন্য করে মন আনচান
ও টাকা...
ও টাকা তুই আমার কলিজা আর জান।

Post a Comment

Previous Post Next Post