Ads:

Kotha Koiyo Na (কথা কইয়ো না) Lyrics by Arfan Mredha Shiblu and Aleya Begum | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Kotha Koiyo Na
Song's Vocalist - Arfan Mredha Shiblu and Aleya Begum
Song's Composer - Emon Chowdhury
Song's Lyricist - Hashim Mahmod
Song's Release Date - 10 June 2023
Song's Published on Coke Studio Bangla Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "কথা কইয়ো না" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "কথা কইয়ো না" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী আরফান মৃধা শিবলু ও আলেয়া বেগম। তাদের অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন ইমন চৌধুরী এবং গানটির কথা লিখেছেন হাশেম মাহমুদ। গানটি ইউটিউব চ্যানেল Coke Studio Bangla -তে 10 June 2023 -তে প্রকাশিত হয়।


"কথা কইয়ো না" গানের সম্পূর্ণ লিরিক্স

বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে।

দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান।

ফুল ফুটেছে গন্ধে সারা মন
ফুল ফুটেছে গন্ধে সারা মন
তুমি আমার কত যে আপন।

দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না।

বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে।

কোন বা দেশে থাকে ভোমরা
কোন বাগানে বসে
কোন বা ফুলের মধু খাইতে
উইড়া উইড়া আসে।

দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান।

হাউশের পিরিতি করিলাম আমি
প্রেমই জীবন প্রেমই মরণ
এই তো জানি।

পাখি উড়ে গেলে তার
ডানাতে কি ভয়
উড়ে উড়ে যাচ্ছে সবাই
বেদনারই ক্ষয়।

দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না।

ফুল ফুটেছে গন্ধে সারা মন
ফুল ফুটেছে গন্ধে সারা মন
তুমি আমার কত যে আপন।

দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না।

বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে।

কোন বা দেশে থাকে ভোমরা
কোন বাগানে বসে
কোন বা ফুলের মধু খাইতে
উইড়া উইড়া আসে।

দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান।

Post a Comment

Previous Post Next Post