Ads:

Manush Manusher Jonno (মানুষ মানুষের জন্য) Lyrics by Sayed Ahmad | Bangla Islamic Song 2023

Gojol's Informations

Name of the Gojol - Manush Manusher Jonno

Gojol's Vocalist - Sayed Ahmad

Gojol's Composer - Aynuddin Al Azad RH.

Gojol's Lyricist - Aynuddin Al Azad RH.

Gojol's Release Date - 30 May 2023

Gojol's Published on Sayed Ahmad Youtube Channel


বাংলা ইসলামিক গজল অপূর্ব সুন্দর ও প্রশান্তির। "মানুষ মানুষের জন্য" গজলটি খুবই মনোমুগ্ধকর, যা আপনার মনকে প্রশান্তি দিবে। "মানুষ মানুষের জন্য" গজলটি গেয়েছেন কলরবের কন্ঠশিল্পী সাঈদ আহমদ। তার অপূর্ব কণ্ঠ গজলটিকে করেছেন অতি আকর্ষণীয়। গজলটিতে সুর করেছেন আইনুদ্দিন আল আজাদ র. এবং গজলটির কথা লিখেছেন আইনুদ্দিন আল আজাদ র.। গজলটি ইউটিউব চ্যানেল Sayed Ahmad -এ 30 May 2023 -তে প্রকাশিত হয়।



"মানুষ মানুষের জন্য" গজলের সম্পূর্ণ লিরিক্স


মানুষ মানুষের জন্য

তবেই তো জিবন ধন্য

এই মানুষ যদি হয়ে যায় অমানুষ

তবেই তো বলে তাকে বন্য।


মানুষ মানুষের জন্য

তবেই তো জিবন ধন্য

এই মানুষ যদি হয়ে যায় অমানুষ

তবেই তো বলে তাকে বন্য।


পশুরাও তো মালিক চিনে

নতো হয়ে যায় তার সামনে

তবে মানুষ হয়েও যদি না চিনো মালিক

পশুর চেয়েও জঘন্য।


পশুরাও তো মালিক চিনে

নতো হয়ে যায় তার সামনে

তবে মানুষ হয়েও যদি না চিনো মালিক

পশুর চেয়েও জঘন্য।


পশুরাতো তোমার সেবা করে যায়

সকল অবিচার মাথা পেতে নেয়

তবুও তোমার অবাধ্য হয়না

যদিও সে প্রজাতি অন্য।


পশুরাতো তোমার সেবা করে যায়

সকল অবিচার মাথা পেতে নেয়

তবুও তোমার অবাধ্য হয়না

যদিও সে প্রজাতি অন্য।


তোমার তো আছে কত শত সুবিধা

পায়না খাবার তারা আরো থাকে বাধা

তবু স্রষ্টা কে সে ভুলে যায়না

যদিও হয় সে নগন্য।


তোমার তো আছে কত শত সুবিধা

পায়না খাবার তারা আরো থাকে বাধা

তবু স্রষ্টা কে সে ভুলে যায়না

যদিও হয় সে নগন্য।

Post a Comment

Previous Post Next Post