Mehedi Du Hathe (মেহেদেী দু হাতে) Lyrics by Avraal Sahir | New Bengali Song 2023
Song's Informations
Name of the Song - Mehedi Du Hathe
Song's Vocalist - Avraal Sahir
Song's Composer - Avraal Sahir
Song's Lyricist - Avraal Sahir
Song's Release Date - 31 May 2023
Song's Published on Sultan Entertainment Youtube Channel
This song is a song of Bengali Drama
Name of the Drama - Bhalobasar Tin Din
Starring - Farhan Ahmed Jovan And Porshi
Director - Mohidul Mohim
Release Date - 2023
Language - Bengali
Country - Bangladesh
বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "মেহেদেী দু হাতে" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "মেহেদেী দু হাতে" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী আভ্রাল সাহির। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন আভ্রাল সাহির এবং গানটির কথা লিখেছেন আভ্রাল সাহির। গানটি ইউটিউব চ্যানেল Sultan Entertainment -তে 31 May 2023 -তে প্রকাশিত হয়।
"মেহেদেী দু'হাতে" গানের সম্পূর্ণ লিরিক্স
মেহেদেী লাগালে যখন দু'হাতে
পারিনি আর আমি তোমায় ফেরাতে
মেহেদেী লাগালে যখন দু'হাতে
পারিনি আর আমি তোমায় ফেরাতে।
নতুন রঙে মন মেখো নিজের খেয়াল রেখো
নতুন রঙে মন মেখো আমায় ভুলে থেকো
অচেনা পথে...
মেহেদেী লাগালে যখন দু'হাতে
পারিনি আর আমি তোমায় ফেরাতে
মেহেদেী লাগালে যখন দু'হাতে
পারিনি আমি তোমায় ফেরাতে।
মেহেদেী লাগালে যখন দু'হাতে
পারিনি আর আমি তোমায় ফেরাতে
মেহেদেী লাগালে যখন দু'হাতে
পারিনি আমি তোমায় ফেরাতে।
ব্যাথা গুলো সেরে গেলে
ক্ষত হয়ে রয়ে যায়
সেই ক্ষত আজীবন ক্ষণে ক্ষণে পোড়ায়।
ব্যাথা গুলো সেরে গেলে
ক্ষত হয়ে রয়ে যায়
সেই ক্ষত আজীবন ক্ষণে ক্ষণে পোড়ায়
দূর থেকে দাঁড়িয়ে দেবো তোমায় বিদায়
আসবে এমন দিন কখনো ভাবিনি হায়।
নতুন রঙে মন মেখো নিজের খেয়াল রেখো
নতুন রঙে মন মেখো আমায় ভুলে থেকো
অচেনা পথে...
মেহেদেী লাগালে যখন দু'হাতে
পারিনি আর আমি তোমায় ফেরাতে
মেহেদেী লাগালে যখন দু'হাতে
পারিনি আমি তোমায় ফেরাতে।
মেহেদেী লাগালে যখন দু'হাতে
পারিনি আর আমি তোমায় ফেরাতে
মেহেদেী লাগালে যখন দু'হাতে
পারিনি আমি তোমায় ফেরাতে।
শেষবারের মতো ফিরে এসো তুমি
হারাতে চাইনা কখনো যে তোমায়
না বুঝে তোমার মন ভেঙেছি
আমার সব ভুল করছি স্বীকার।
শেষবারের মতো ফিরে এসো তুমি
হারাতে চাইনা কখনো যে তোমায়
না বুঝে তোমার মন ভেঙেছি
আমার সব ভুল করছি স্বীকার।
Post a Comment