ফেসবুক রিল ভিডিও থেকে ইনকামের উপায়
ফেসবুকের রিল ভিডিও সিস্টেমটি সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীদের মাঝে বেশ জনপ্রিয়তা লাভ করছে। ফেসবুকের রিল ভিডিও সিস্টেমটি মূলত টিকটকের আদলে তৈরি করা হয়েছে। যার কারণে অনলাইন ইনকামের জন্য কনটেন্ট ক্রিয়েটররাও রিলের মাধ্যমে তাদের নতুন নতুন কনটেন্ট শেয়ার করতে আগ্রহী হচ্ছেন। এই অবস্থায় কনটেন্ট ক্রিয়েটরদের মাঝে বেশ কিছুদিন ধরেই এই রিলের মাধ্যমে ফেসবুক থেকে পেমেন্ট বা রেভিনিউ শেয়ারের ব্যাপারে দাবি উঠেছে।
ফেসবুকের ভিডিওর সঙ্গে বিজ্ঞাপন প্রদর্শন করে ফেসবুক দীর্ঘদিন ধরেই লাভবান হচ্ছেন। তাই ২০২১ থেকেই ফেসবুকের পেছনে রিলের মূল প্রতিষ্ঠান মেটা রিল কনটেন্ট ক্রিয়েটরদের পেমেন্ট করা শুরু করেন। টিকটক বা ইউটিউব শর্টসের আদলে তৈরি করা ফেসবুক রিল ভিডিওতে কনটেন্ট তৈরি করে কনটেন্ট নির্মাতারাও আয় করতে শুরু করেন। তবে সেটি ছিলো বোনাস পেমেন্ট সিস্টেম।
সম্প্রতি ফেসবুক রিল বোনাস পেমেন্ট সিস্টেমটি এই বছরের মার্চেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ফেসবুক রিলে ভিউয়ের উপর নির্ভর করে কনটেন্ট নির্মাতাদের পেমেন্ট করতেন। যার কারণে কনটেন্ট নির্মাতাদের পেমেন্ট করতে ফেসবুক থেকে রিলস ভিডিওর মাধ্যমে আয়ের উদ্দেশ্যে ফেসবুক নতুন একটি পরীক্ষামূলক প্রোগ্রামের ঘোষণা দিয়েছেন।
যেখানে ফেসবুক রিলস ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন শুরু করবে। যা থেকে কনটেন্ট নির্মাতারা রিলস ভিডিও হতে আয় শুরু করতে পারবেন। বর্তমানে ফেসবুক শর্ট ভিডিও কনটেন্ট নির্মাতাদের এই প্রোগ্রামে আমন্ত্রণ করা শুরু করেছেন। ফেসবুক তাদের এই নতুন প্রোগ্রামে কনটেন্ট নির্মাতাদের শুধু বিজ্ঞাপনের উপর নির্ভর করে নয় তাদের পারফরমেন্সের উপর নির্ভর করে পেমেন্ট করবে।
তবে কীভাবে এই পেমেন্ট সিস্টেমটি কাজ করবে সেটির ব্যাপারে ফেসবুক থেকে বিস্তারিত কিছুই জানানো হয়নি। ফেসবুক আশা করছে তাদের এই নতুন প্রোগ্রামটিতে কনটেন্ট নির্মাতারা তাদের কনটেন্টের দিকে আরো বেশি নজর দেবেন। সেই সাথে তারা দ্রুত আরো বেশি জনপ্রিয়তা লাভ করতে পারবেন। ফেসবুক তাদের এই প্রোগ্রামের মাধ্যমে আয় করার ঘোষণা তার গত বছরের ফেব্রুয়ারি মাসে দিলেও সেটি যথাযথ পদক্ষেপ বর্তমানে নিতে শুরু করেছেন।
ফেসবুকের নতুন প্রোগ্রামটিতে আমন্ত্রণ পেতে কনটেন্ট নির্মাতাদের অবশ্যই ১৮ বছর বা তার উর্ধ্বে বয়স হতে হবে। তাদের অবশ্যই নির্দিষ্ট কিছু দেশের কনটেন্ট নির্মাতা হতে হবে এবং ফেসবুকের পার্টনার ও কনটেন্ট মনেটনাইজেশন পলিসির মধ্যে থেকে তাদের কনটেন্ট তৈরি করতে হবে। ফেসবুকের নতুন প্রোগ্রামটি বর্তমানে শুধু ইনভাইট অনলি হিসেবে থাকবে। অর্থাৎ ফেসবুক আপনাকে রিলসের মাধ্যমে আয় করার জন্য সঠিক মনে করলে ফেসবুক নিজ থেকেই আপনাকে আমন্ত্রণ পাঠাবে। ভবিষ্যৎতে এই প্রোগ্রামটি ইনস্টাগ্রাম রিলসেও আনা হবে বলে জানা গেছে।
Post a Comment