অনলাইন ইনকামের সেরা ৫টি ডাটা এন্ট্রি ওয়েবসাইট
অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইনকামের যে কয়েকটি জনপ্রিয় মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি কাজটি তুলনামূলক সহজ বলে এই কাজের মাধ্যমে যে কেউ আয় করতে পারবেন। ডাটা এন্ট্রি কাজের জন্য খুব সামান্য ধারণা থাকলেই হবে।
ডাটা এন্ট্রি কাজটি হচ্ছে মূলত অনেকটা কপি-পেস্টের মতোই কাজ। অর্থাৎ ডাটা সংগ্রহ করে সেগুলো নির্দিষ্ট ডাটাবেসে জমা করার কাজকে ডাটা এন্ট্রি বলা হয়। বর্তমান যুগে সকল ডাটা বা তথ্যের অনলাইন কপি রাখা একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। যার ফলে দিন দিন ডাটা এন্ট্রির কাজের চাহিদা অনেক বেড়েই চলেছে।
ডাটা এন্ট্রি কাজটি ঘরে বসে একটি ইন্টারনেট সংযোগ কম্পিউটার ব্যবহার করে যেকেউ খুব সহজে করতে পারবেন। তবে ডাটা এন্ট্রি কাজটি জন্য টাইপিং স্পিড খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ডাটা এন্ট্রি কাজটি বিভিন্ন রকমের হয়ে থাকে। এর মধ্যে রয়েছে ক্যাপচা দেখে লিখা, ফরম পূরণ, ডাটা এডিটিং ও ফরম্যাটিং, অনলাইন থেকে তথ্য সংগ্রহ, অডিও ফাইল শুনে লিখা ইত্যাদি।
ডাটা এন্ট্রি কাজগুলো বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটে খুব সহজে পাবেন। এর মধ্যে সেরা ৫টি ডাটা এন্ট্রি ওয়েবসাইট নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
রেভ - Rev
ডাটা এন্ট্রি ওয়েবসাইটের মধ্যে রেভ (Rev) ডটকম একটি জনপ্রিয় ওয়েবসাইট। এই ওয়েবসাইটিতে ট্রান্সক্রিপশন ও ক্যাপশনিংয়ের মতো ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায়। তবে এই ওয়েবসাইটিতে কাজ শুরু করার পূর্বে কোয়ালিফাইয়ার টাস্ক সম্পন্ন করতে হবে। যেখানে বিভিন্ন ধরনের অডিও মেম্বারদের ট্রান্সক্রাইব করতে হয়।
রেভ (Rev) ডটকম অডিও মিনিটের উপর ভিত্তি করে মেম্বারদের পেমেন্ট করে থাকেন। রেভ (Rev) ডটকম প্রতি মিনিট অডিওয়ের জন্য প্রায় $0.35 থেকে $0.75 পর্যন্ত প্রদান করে থাকেন। মেম্বারদের ৬০ মিনিট ট্রান্সক্রিপশন সম্পন্ন হলে তাদেরকে পরবর্তী লেভেলে প্রোমোট করে দেওয়া হয়। রেভ (Rev) ডটকম ওয়েবসাইটে কাজের কোনো শিডিউল নেই। মেম্বারদের যেকোনো সময় কাজ করার সুযোগ রয়েছে। তাছাড়া একাধিক ভাষায় দক্ষতা থাকলে সাবটাইটেল অনুবাদ করেও আয় করার সুযোগ রয়েছে। রেভ (Rev) ডটকম পেপালের মাধ্যমে সাপ্তাহিক পেমেন্ট করে থাকে।
আপওয়ার্ক – Upwork
বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ডাটা এন্ট্রি জব সাইটসমূহের মধ্যে আপওয়ার্ক (Upwork) অন্যতম। আপওয়ার্ক (Upwork) প্রায় ৫,৮৩৮ টির অধিক ধরনের ডাটা এন্ট্রি জব রয়েছে। আপওয়ার্ক (Upwork) কাজ করতে বা কাজ দিতে আপওয়ার্ক একাউন্ট থাকা বাধ্যতামূলক। আপওয়ার্ক (Upwork) একাউন্ট বিনামূল্যে তৈরী করা যায়। আপওয়ার্কে (Upwork) খুব সহজে নাম এবং ই-মেইল এড্রেস প্রদান করে একাউন্ট খোলা যায়।
আপওয়ার্কের (Upwork) প্রোফাইল একটিভ হওয়ার পর আপওয়ার্কে থাকা জবে কাজ করা যাবে। কোনো কাজের জন্য এপ্লাই করার আগে জব ডেসক্রিপশন সেকশনে থেকে উক্ত কাজ করতে প্রয়োজনীয় দক্ষতা, পারিশ্রমিক, কাজের ধরন ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য ফ্রিল্যান্সিং সাইটের তালিকায় আপওয়ার্ক (Upwork) অন্যতম। মাইক্রোসফট, এয়ারবিএনবি ইত্যাদি প্রতিষ্ঠানও আপওয়ার্ক (Upwork) ব্যবহার করে থাকেন। আপওয়ার্কে (Upwork) খুব সহজে নিজের পছন্দের ডাটা এন্ট্রির কাজ খুঁজে নিতে পারবেন।
ফ্রিল্যান্সার – Freelancer
ফ্রিল্যান্সার (Freelancer) ডট কম ব্যবসাসমূহ ও ফ্রিল্যান্সারদের এক স্থানে সংযুক্ত করে থাকেন। বিশ্বের সেরা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোর মধ্যে ফ্রিল্যান্সার (Freelancer) ডট কমে কিওয়ার্ড ব্যবহার করে অসংখ্য ধরনের ডাটা এন্ট্রি জব খুঁজে পাওয়া যায়। তাছাড়া ফ্রিল্যান্সার (Freelancer) ডট কমে খুব সহজে স্কিল, ভাষা ইত্যাদি ফিল্টার ব্যবহার করে সুবিধামতো কাজ খুঁজে বের করা যায়।
ফ্রিল্যান্সার (Freelancer) ডট কমে ফ্রিল্যান্সারগণ যেকোনো কাজের জন্য বিড করে থাকেন। এতে ফ্রিল্যান্সারের দক্ষতা ও ভ্যাকেন্সি বিবেচনা করে জব পোস্টদাতা তার পছন্দের ফ্রিল্যান্সার বেছে নিতে পারে। ফ্রিল্যান্সার (Freelancer) ডট কমে যেকেউ ফ্রিতে একাউন্ট খুলে কাজ করা যায়।
ফাইভার – Fiverr
ফাইভার (Fiverr) বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। যেখানে অসংখ্য ক্যাটাগরির ডাটা এন্ট্রি জব পাওয়া যায়। ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে ফাইভার (Fiverr) অন্যতম একটি সেরা প্ল্যাটফর্ম।
ফাইভারে (Fiverr) কাজ করতে হলে প্রথমে একটি সেলার একাউন্ট তৈরী করতে হবে। সেখানে যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ইত্যাদি যুক্ত করতে হয়। এসব ডিটেইলস কাজ পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফাইভারে (Fiverr) ফ্রিল্যান্সারা তাদের সার্ভিসসমূহ পোস্ট করেন এবং কাস্টমারা তাদের পছন্দের সার্ভিস বেছে নিয়ে থাকেন। যার কারণে ডাটা এন্ট্রি বা অন্য যেকোনো ধরনের কাজে সফলতা অর্জনে নিয়মিত প্রোফাইল আপডেট রাখা বেশ গুরুত্বপূর্ণ।
পিপল পার আওয়ার - People Per Hour
পিপল পার আওয়ার (People Per Hour) হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। পিপল পার আওয়ারে (People Per Hour) খুব সহজে একাউন্ট করে আয় করার সুযোগ রয়েছে। অন্যান্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোর তুলনায় কাজ কম থাকলেও ডাটা এন্ট্রি কাজ করে আয় করা সম্ভব। পিপল পার আওয়ারে (People Per Hour) তুলনামূলক কম প্রতিযোগিতা থাকায় এখানে কাজ পাওয়া অনেকটা সহজ হবে।
Post a Comment