Ads:

Srabono Shondhay (শ্রাবন সন্ধ্যায়) Lyrics by Mahtim Shakib | New Bengali Song 2023

Song's Informations
Name of the Song - Srabono Shondhay
Song's Vocalist - Mahtim Shakib
Song's Composer - Siam Sarker Jan
Song's Lyricist - Siam Sarker Jan
Song's Release Date - 21 June 2023
Song's Published on Mahtim Shakib Youtube Channel

বাংলা গান সাধারণত বাংলা ভাষীদের কাছে খুবই জনপ্রিয়। বাংলা গানের কথা ও সুর মনোমুগ্ধকর। "শ্রাবন সন্ধ্যায়" গানটি খুব সুন্দর একটি গান ও গানটির লিরিক্স খুব অসাধারণ। "শ্রাবন সন্ধ্যায়" গানটি গেয়েছেন কন্ঠশিল্পী মাহতিম সাকিব। তার অপূর্ব কণ্ঠ গানটিকে করেছে অতি আকর্ষণীয়। গানটিতে সুর করেছেন সিয়াম সরকার জান এবং গানটির কথা লিখেছেন সিয়াম সরকার জান। গানটি ইউটিউব চ্যানেল Mahtim Shakib -তে 21 June 2023 -তে প্রকাশিত হয়।


"শ্রাবন সন্ধ্যায়" গানের সম্পূর্ণ লিরিক্স

তুমি এসো মেয়ে
এ শ্রাবন সন্ধ্যায়
আমার উদাসী মন চায় আরও কাছে যেতে
তুমি এসো মেয়ে।

তুমি এসো মেয়ে
এ শ্রাবন সন্ধ্যায়
আমার উদাসী মন চায় আরও কাছে যেতে
তুমি এসো মেয়ে।

আমি জনম জনম তোমারই ছিলাম
জনম জনম তোমারই রবো
প্রসন্ন বা বিষন্ন কণ্ঠে
ভালোবাসি বলে যাবো।

এ শ্রাবন সন্ধ্যায়
আমার উদাসী মন চায় আরও কাছে যেতে
তুমি এসো মেয়ে।

এ শ্রাবন সন্ধ্যায়
আমার উদাসী মন চায় আরও কাছে যেতে
তুমি এসো মেয়ে।

আমি তোমার নামে লিখেছি জীবন
তুমি শত সুখেরই পবন
হারিয়ে যাওয়ার খোলা জানালা
এক জীবনে এতটা আপন।

এ শ্রাবন সন্ধ্যায়
আমার উদাসী মন চায় আরও কাছে যেতে
তুমি এসো মেয়ে।

এ শ্রাবন সন্ধ্যায়
আমার উদাসী মন চায় আরও কাছে যেতে
তুমি এসো মেয়ে।

Post a Comment

Previous Post Next Post